বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিনের অনলাইন নিবন্ধন শুরু

দেওয়া হবে ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

ভ্যাকসিনের অনলাইন নিবন্ধন শুরু

দেশে প্রথম ভ্যাকসিন নিলেন নার্স রুনু -পিআইডি

করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে গতকাল থেকে ‘সুরক্ষা’ নামের মোবাইল ও ওয়েবভিত্তিক অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। যারা ভ্যাকসিন নিতে পারবেন, তাদের অনলাইনে নিবন্ধন করতে হবে। ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে করোনাভাইরাসের ভ্যাকসিন  দেওয়ার কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

যারা নিবন্ধন করতে পারবেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী; বীরমুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; সামরিক ও আধা-সামরিক বাহিনীর সদস্য; রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কর্মকর্তা-কর্মচারী; গণমাধ্যমকর্মী; নির্বাচিত জনপ্রতিনিধি; ধর্মীয় প্রতিনিধিগণ (সব ধর্মের); মরদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি; জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী; রেল, বিমান ও নৌ-বন্দরের কর্মকর্তা-কর্মচারী; ব্যাংক কর্মকর্তা-কর্মচারী; প্রবাসী অদক্ষ শ্রমিক; জাতীয় দলের খেলোয়াড়; ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এবং ৫৫ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক অগ্রাধিকারভিত্তিতে কভিড-১৯ ভ্যাকসিনেশনের জন্য সুরক্ষা অ্যাপে (surokkha.gov.bd) অনলাইন নিবন্ধন করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর