সময়ের হিসাবে প্রায় ১১ মাস পর সাদা পোশাকে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টেস্ট খেলেছিল টাইগাররা। এরপর করোনাভাইরাসের জন্য মাঠে নামা হয়নি মুমিনুল বাহিনীর। যদিও গত অক্টোবরে টেস্ট খেলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেলে অপেক্ষা বাড়ে টাইগার ক্রিকেটারদের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নেমে। গতকাল মুমিনুল হক টস করতেই নতুন বছর শুরু করেন সুখবর দিয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামে পরিচিত উইকেটে এবং দিন শেষ করে ৫ উইকেটে ২৪২ রান তুলে। আজ দ্বিতীয় দিন দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান (৩৯*) ও লিটন দাস(৩৪*) বড় স্কোর গড়ার পথে হাঁটবেন। সাকিব, তাইজুল, মিরাজ ও নাঈমরা যেন লাটিমের মতো বল ঘুরিয়ে সফরকারী ক্যারিবীয় ব্যাটসম্যানদের ধসিয়ে দিয়ে জয় উপহার দিতে পারেন, সেজন্য জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেট বানিয়েছে পুরোপুরি স্পিনারদের জন্য। চতুর্থ ইনিংসে যাতে ব্যাট করতে না হয়, সেজন্য টস জিতে ব্যাটিং করে মুমিনুল বাহিনী। একাদশ সাজায় এক পেসার মুস্তাফিজ ও চার স্পিনার দিয়ে। অবশ্য ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে কোনো পেসার ছাড়াই খেলেছিল বাংলাদেশ। যদিও টেস্টটি হেরেছিল টাইগাররা। দলীয় ২৩ রানে বাঁ হাতি ওপেনার তামিমকে সাজঘরে ফেরান কেমার রোচ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ রান যোগ করার পর রান আউট হন দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত (২৫)। ৬৬ রানে উপরের সারির দুই ব্যাটসম্যনের বিদায়ের পর দুই টেস্ট পর খেলতে নামা সাদমান ও অধিনায়ক মুমিনুল ৫৩ রান যোগ করেন স্কোর কার্ডে। মুমিনুল বড় ইনিংস খেলার আশা জাগিয়েও ওয়ারিক্যানের বলে শর্র্ট মিডউইকেটে ক্যাচ দেন। সাদমান দলীয় ১৩৪ রানে ফিরেন বাজে আম্পায়ারিংয়ে। ওয়ারিক্যানের বলে তিনি ব্যক্তিগত ৫৯ রানে লেগ বিফোর হন। কিন্তু রিপ্লেতে দেখা গেছে বলটি উইকেটের বাইরে চলে যাচ্ছিল। ১৫৪ বলে ৬ চারে সাজানো ইনিংসটি সাদমানের ৭ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। সাদমানের বিদায়ের পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও সাকিব জুটি গড়েন। ব্যক্তিগত ২৬ রানে ফিরেন স্লিপে ক্যাচ দিয়ে। মুশফিক আউট হন দলীয় ১৯৩ রানে। এরপর অবিচ্ছিন্ন ৪৯ রানে জুটি গড়ে দিন পার করেন সাকিব ও লিটন। এক বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বেশ ভালো ব্যাটিং করছেন সাকিব। অপরাজিত রয়েছেন ৩৯ রানে। লিটন আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে লিটন অপরাজিত রয়েছেন ৩৪ রানে। ক্যারিবীয়দের সফল বোলার ওয়ারিক্যান নিয়েছেন ৩ উইকেট।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ