সময়ের হিসাবে প্রায় ১১ মাস পর সাদা পোশাকে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টেস্ট খেলেছিল টাইগাররা। এরপর করোনাভাইরাসের জন্য মাঠে নামা হয়নি মুমিনুল বাহিনীর। যদিও গত অক্টোবরে টেস্ট খেলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেলে অপেক্ষা বাড়ে টাইগার ক্রিকেটারদের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নেমে। গতকাল মুমিনুল হক টস করতেই নতুন বছর শুরু করেন সুখবর দিয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামে পরিচিত উইকেটে এবং দিন শেষ করে ৫ উইকেটে ২৪২ রান তুলে। আজ দ্বিতীয় দিন দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান (৩৯*) ও লিটন দাস(৩৪*) বড় স্কোর গড়ার পথে হাঁটবেন। সাকিব, তাইজুল, মিরাজ ও নাঈমরা যেন লাটিমের মতো বল ঘুরিয়ে সফরকারী ক্যারিবীয় ব্যাটসম্যানদের ধসিয়ে দিয়ে জয় উপহার দিতে পারেন, সেজন্য জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেট বানিয়েছে পুরোপুরি স্পিনারদের জন্য। চতুর্থ ইনিংসে যাতে ব্যাট করতে না হয়, সেজন্য টস জিতে ব্যাটিং করে মুমিনুল বাহিনী। একাদশ সাজায় এক পেসার মুস্তাফিজ ও চার স্পিনার দিয়ে। অবশ্য ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে কোনো পেসার ছাড়াই খেলেছিল বাংলাদেশ। যদিও টেস্টটি হেরেছিল টাইগাররা। দলীয় ২৩ রানে বাঁ হাতি ওপেনার তামিমকে সাজঘরে ফেরান কেমার রোচ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ রান যোগ করার পর রান আউট হন দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত (২৫)। ৬৬ রানে উপরের সারির দুই ব্যাটসম্যনের বিদায়ের পর দুই টেস্ট পর খেলতে নামা সাদমান ও অধিনায়ক মুমিনুল ৫৩ রান যোগ করেন স্কোর কার্ডে। মুমিনুল বড় ইনিংস খেলার আশা জাগিয়েও ওয়ারিক্যানের বলে শর্র্ট মিডউইকেটে ক্যাচ দেন। সাদমান দলীয় ১৩৪ রানে ফিরেন বাজে আম্পায়ারিংয়ে। ওয়ারিক্যানের বলে তিনি ব্যক্তিগত ৫৯ রানে লেগ বিফোর হন। কিন্তু রিপ্লেতে দেখা গেছে বলটি উইকেটের বাইরে চলে যাচ্ছিল। ১৫৪ বলে ৬ চারে সাজানো ইনিংসটি সাদমানের ৭ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। সাদমানের বিদায়ের পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও সাকিব জুটি গড়েন। ব্যক্তিগত ২৬ রানে ফিরেন স্লিপে ক্যাচ দিয়ে। মুশফিক আউট হন দলীয় ১৯৩ রানে। এরপর অবিচ্ছিন্ন ৪৯ রানে জুটি গড়ে দিন পার করেন সাকিব ও লিটন। এক বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বেশ ভালো ব্যাটিং করছেন সাকিব। অপরাজিত রয়েছেন ৩৯ রানে। লিটন আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে লিটন অপরাজিত রয়েছেন ৩৪ রানে। ক্যারিবীয়দের সফল বোলার ওয়ারিক্যান নিয়েছেন ৩ উইকেট।
শিরোনাম
- আত্মহত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আরও সাত পরিবারের মামলা
- প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে
- লতিফ সিদ্দিকীর জামিন বহাল আপিল বিভাগে
- জাতীয়তাবাদের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার ড্যাবের
- নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি
- সিনেটে সমঝোতা, যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে রেকর্ড শাটডাউন
- টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
- এবার ঢাবির জিয়া হলে ধূমপান নিষিদ্ধ
- জাতীয় রাজস্ব বোর্ডের ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু
- রাজধানীর বাড্ডায় প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত
- আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে নামল
- ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার, বন্দী ফিলিস্তিনিরা
- আজ শহীদ নূর হোসেন দিবস
- গাজার সুড়ঙ্গে আটকে থাকা ২০০ ফিলিস্তিনির নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা তুরস্কের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
- রাবির রেজিস্ট্রারের সঙ্গে জিএস আম্মারের বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল
প্রথম দিনটি বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর