সময়ের হিসাবে প্রায় ১১ মাস পর সাদা পোশাকে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টেস্ট খেলেছিল টাইগাররা। এরপর করোনাভাইরাসের জন্য মাঠে নামা হয়নি মুমিনুল বাহিনীর। যদিও গত অক্টোবরে টেস্ট খেলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেলে অপেক্ষা বাড়ে টাইগার ক্রিকেটারদের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নেমে। গতকাল মুমিনুল হক টস করতেই নতুন বছর শুরু করেন সুখবর দিয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামে পরিচিত উইকেটে এবং দিন শেষ করে ৫ উইকেটে ২৪২ রান তুলে। আজ দ্বিতীয় দিন দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান (৩৯*) ও লিটন দাস(৩৪*) বড় স্কোর গড়ার পথে হাঁটবেন। সাকিব, তাইজুল, মিরাজ ও নাঈমরা যেন লাটিমের মতো বল ঘুরিয়ে সফরকারী ক্যারিবীয় ব্যাটসম্যানদের ধসিয়ে দিয়ে জয় উপহার দিতে পারেন, সেজন্য জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেট বানিয়েছে পুরোপুরি স্পিনারদের জন্য। চতুর্থ ইনিংসে যাতে ব্যাট করতে না হয়, সেজন্য টস জিতে ব্যাটিং করে মুমিনুল বাহিনী। একাদশ সাজায় এক পেসার মুস্তাফিজ ও চার স্পিনার দিয়ে। অবশ্য ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে কোনো পেসার ছাড়াই খেলেছিল বাংলাদেশ। যদিও টেস্টটি হেরেছিল টাইগাররা। দলীয় ২৩ রানে বাঁ হাতি ওপেনার তামিমকে সাজঘরে ফেরান কেমার রোচ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ রান যোগ করার পর রান আউট হন দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত (২৫)। ৬৬ রানে উপরের সারির দুই ব্যাটসম্যনের বিদায়ের পর দুই টেস্ট পর খেলতে নামা সাদমান ও অধিনায়ক মুমিনুল ৫৩ রান যোগ করেন স্কোর কার্ডে। মুমিনুল বড় ইনিংস খেলার আশা জাগিয়েও ওয়ারিক্যানের বলে শর্র্ট মিডউইকেটে ক্যাচ দেন। সাদমান দলীয় ১৩৪ রানে ফিরেন বাজে আম্পায়ারিংয়ে। ওয়ারিক্যানের বলে তিনি ব্যক্তিগত ৫৯ রানে লেগ বিফোর হন। কিন্তু রিপ্লেতে দেখা গেছে বলটি উইকেটের বাইরে চলে যাচ্ছিল। ১৫৪ বলে ৬ চারে সাজানো ইনিংসটি সাদমানের ৭ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। সাদমানের বিদায়ের পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও সাকিব জুটি গড়েন। ব্যক্তিগত ২৬ রানে ফিরেন স্লিপে ক্যাচ দিয়ে। মুশফিক আউট হন দলীয় ১৯৩ রানে। এরপর অবিচ্ছিন্ন ৪৯ রানে জুটি গড়ে দিন পার করেন সাকিব ও লিটন। এক বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বেশ ভালো ব্যাটিং করছেন সাকিব। অপরাজিত রয়েছেন ৩৯ রানে। লিটন আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে লিটন অপরাজিত রয়েছেন ৩৪ রানে। ক্যারিবীয়দের সফল বোলার ওয়ারিক্যান নিয়েছেন ৩ উইকেট।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
প্রথম দিনটি বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর