সময়ের হিসাবে প্রায় ১১ মাস পর সাদা পোশাকে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টেস্ট খেলেছিল টাইগাররা। এরপর করোনাভাইরাসের জন্য মাঠে নামা হয়নি মুমিনুল বাহিনীর। যদিও গত অক্টোবরে টেস্ট খেলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেলে অপেক্ষা বাড়ে টাইগার ক্রিকেটারদের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নেমে। গতকাল মুমিনুল হক টস করতেই নতুন বছর শুরু করেন সুখবর দিয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামে পরিচিত উইকেটে এবং দিন শেষ করে ৫ উইকেটে ২৪২ রান তুলে। আজ দ্বিতীয় দিন দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান (৩৯*) ও লিটন দাস(৩৪*) বড় স্কোর গড়ার পথে হাঁটবেন। সাকিব, তাইজুল, মিরাজ ও নাঈমরা যেন লাটিমের মতো বল ঘুরিয়ে সফরকারী ক্যারিবীয় ব্যাটসম্যানদের ধসিয়ে দিয়ে জয় উপহার দিতে পারেন, সেজন্য জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেট বানিয়েছে পুরোপুরি স্পিনারদের জন্য। চতুর্থ ইনিংসে যাতে ব্যাট করতে না হয়, সেজন্য টস জিতে ব্যাটিং করে মুমিনুল বাহিনী। একাদশ সাজায় এক পেসার মুস্তাফিজ ও চার স্পিনার দিয়ে। অবশ্য ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে কোনো পেসার ছাড়াই খেলেছিল বাংলাদেশ। যদিও টেস্টটি হেরেছিল টাইগাররা। দলীয় ২৩ রানে বাঁ হাতি ওপেনার তামিমকে সাজঘরে ফেরান কেমার রোচ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ রান যোগ করার পর রান আউট হন দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত (২৫)। ৬৬ রানে উপরের সারির দুই ব্যাটসম্যনের বিদায়ের পর দুই টেস্ট পর খেলতে নামা সাদমান ও অধিনায়ক মুমিনুল ৫৩ রান যোগ করেন স্কোর কার্ডে। মুমিনুল বড় ইনিংস খেলার আশা জাগিয়েও ওয়ারিক্যানের বলে শর্র্ট মিডউইকেটে ক্যাচ দেন। সাদমান দলীয় ১৩৪ রানে ফিরেন বাজে আম্পায়ারিংয়ে। ওয়ারিক্যানের বলে তিনি ব্যক্তিগত ৫৯ রানে লেগ বিফোর হন। কিন্তু রিপ্লেতে দেখা গেছে বলটি উইকেটের বাইরে চলে যাচ্ছিল। ১৫৪ বলে ৬ চারে সাজানো ইনিংসটি সাদমানের ৭ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। সাদমানের বিদায়ের পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও সাকিব জুটি গড়েন। ব্যক্তিগত ২৬ রানে ফিরেন স্লিপে ক্যাচ দিয়ে। মুশফিক আউট হন দলীয় ১৯৩ রানে। এরপর অবিচ্ছিন্ন ৪৯ রানে জুটি গড়ে দিন পার করেন সাকিব ও লিটন। এক বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বেশ ভালো ব্যাটিং করছেন সাকিব। অপরাজিত রয়েছেন ৩৯ রানে। লিটন আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে লিটন অপরাজিত রয়েছেন ৩৪ রানে। ক্যারিবীয়দের সফল বোলার ওয়ারিক্যান নিয়েছেন ৩ উইকেট।
শিরোনাম
- টানা ২২ দিন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড় গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি
- ২২তম দিনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, আজ করবেন বিক্ষোভ
- পা পিছলে ট্রেনের নিচে ব্যক্তি, তবুও বেঁচে গেলেন
- ট্রাম্পের হুমকির কৌশলী জবাব নাইজেরিয়ার
- আসতে পারে ১০ শৈত্যপ্রবাহ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও তিন জিম্মির মরদেহ
- ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
- আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
প্রথম দিনটি বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর