সময়ের হিসাবে প্রায় ১১ মাস পর সাদা পোশাকে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টেস্ট খেলেছিল টাইগাররা। এরপর করোনাভাইরাসের জন্য মাঠে নামা হয়নি মুমিনুল বাহিনীর। যদিও গত অক্টোবরে টেস্ট খেলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেলে অপেক্ষা বাড়ে টাইগার ক্রিকেটারদের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নেমে। গতকাল মুমিনুল হক টস করতেই নতুন বছর শুরু করেন সুখবর দিয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামে পরিচিত উইকেটে এবং দিন শেষ করে ৫ উইকেটে ২৪২ রান তুলে। আজ দ্বিতীয় দিন দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান (৩৯*) ও লিটন দাস(৩৪*) বড় স্কোর গড়ার পথে হাঁটবেন। সাকিব, তাইজুল, মিরাজ ও নাঈমরা যেন লাটিমের মতো বল ঘুরিয়ে সফরকারী ক্যারিবীয় ব্যাটসম্যানদের ধসিয়ে দিয়ে জয় উপহার দিতে পারেন, সেজন্য জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেট বানিয়েছে পুরোপুরি স্পিনারদের জন্য। চতুর্থ ইনিংসে যাতে ব্যাট করতে না হয়, সেজন্য টস জিতে ব্যাটিং করে মুমিনুল বাহিনী। একাদশ সাজায় এক পেসার মুস্তাফিজ ও চার স্পিনার দিয়ে। অবশ্য ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে কোনো পেসার ছাড়াই খেলেছিল বাংলাদেশ। যদিও টেস্টটি হেরেছিল টাইগাররা। দলীয় ২৩ রানে বাঁ হাতি ওপেনার তামিমকে সাজঘরে ফেরান কেমার রোচ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ রান যোগ করার পর রান আউট হন দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত (২৫)। ৬৬ রানে উপরের সারির দুই ব্যাটসম্যনের বিদায়ের পর দুই টেস্ট পর খেলতে নামা সাদমান ও অধিনায়ক মুমিনুল ৫৩ রান যোগ করেন স্কোর কার্ডে। মুমিনুল বড় ইনিংস খেলার আশা জাগিয়েও ওয়ারিক্যানের বলে শর্র্ট মিডউইকেটে ক্যাচ দেন। সাদমান দলীয় ১৩৪ রানে ফিরেন বাজে আম্পায়ারিংয়ে। ওয়ারিক্যানের বলে তিনি ব্যক্তিগত ৫৯ রানে লেগ বিফোর হন। কিন্তু রিপ্লেতে দেখা গেছে বলটি উইকেটের বাইরে চলে যাচ্ছিল। ১৫৪ বলে ৬ চারে সাজানো ইনিংসটি সাদমানের ৭ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। সাদমানের বিদায়ের পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও সাকিব জুটি গড়েন। ব্যক্তিগত ২৬ রানে ফিরেন স্লিপে ক্যাচ দিয়ে। মুশফিক আউট হন দলীয় ১৯৩ রানে। এরপর অবিচ্ছিন্ন ৪৯ রানে জুটি গড়ে দিন পার করেন সাকিব ও লিটন। এক বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বেশ ভালো ব্যাটিং করছেন সাকিব। অপরাজিত রয়েছেন ৩৯ রানে। লিটন আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে লিটন অপরাজিত রয়েছেন ৩৪ রানে। ক্যারিবীয়দের সফল বোলার ওয়ারিক্যান নিয়েছেন ৩ উইকেট।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রথম দিনটি বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর