বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ইসলামী দলগুলোকে তাদের ইমানি শক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে পথে নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের পথেই নামতে হবে। এই সরকার এত অন্যায়, এত চুরি ও এত লুটপাট করেছে যে, ওইগুলো ফেরত দিতে হবে। তারা যত অত্যাচার করেছে- সে জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে। মান্না গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘জাতীয় সংহতি মঞ্চে’র এক মতবিনিময় সভায় বক্তৃতা করছিলেন। মূলত ১০টি ইসলামী দল নিয়ে এই মঞ্চ গঠিত হয়। এতে তারা ১১ দফা দাবি উত্থাপন করেন।  সংগঠনের প্রধান সমন্বয়কারী বাংলাদেশ নেজামী ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা একেএম আশরাফুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব সিদ্দিকুর রহমানের পরিচালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, বিকল্পধারার একাংশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মুফতি মজিবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক ওবায়দুর রহমান খান নদভী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর