সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
টিকা গ্রহণ করে বিশিষ্টজনরা যা বললেন

ভালো আছি, কোনো ভয় নেই

-জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি এই ভ্যাকসিন নেন।

টিকা গ্রহণের পর ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের কাছে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ভালো আছি। কোনো  ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি, যখনই আপনার তারিখ আসবে, টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য। তিনি বলেন, সাধারণ মানুষেরই এই টিকা বেশি দরকার। আশা করছি, সবশ্রেণির মানুষ টিকা নেওয়ার সুবিধা পাবেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান, তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। এখানে ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে। বিএসএমএমইউর সব কর্মীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর