বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বানিয়ে প্রশংসা করবেন না, লজ্জা লাগে

নিজস্ব প্রতিবেদক

বানিয়ে প্রশংসা করবেন না, লজ্জা লাগে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বানিয়ে প্রশংসা করবেন না কেউ। এতে অস্বস্তি ও লজ্জা লাগে। প্রশংসা বন্ধ করে যথাসময়ে যথাযথ কাজ করতে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল চলতি অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরীবিক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালায় এ আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, যে টাকা দিয়ে উন্নয়ন কাজ হচ্ছে টাকাটা আমার নয়, সরকারের পকেটের টাকা নয়। এ টাকা জনগণের টাকা। জনগণ আমাদের টাকাটা দিয়ে নিজেরা না খেয়ে, আধপেটা খেয়ে গ্রামে বসে আছে। তারা আশা করে আমরা আমাদের দায়িত্ব পালন করব। সেটা তাদের নৈতিক এবং বাস্তবিক চাওয়া। সেটাই আমি আপনাদের বারবার বলি, আমরা কাজটা যেন যথাসময়ের মধ্যে করি। কাজ করব, কাজের সুফল ভোগ করব, এটাই শেষ কথা। তিনি বলেন, আপনারা আমার বিষয়ে অনেক কিছু বাড়িয়ে ভুলভাল প্রশংসা করেন, এটা লজ্জা লাগে, অস্বস্তিকর। কেমন আছেন, ভালো আছেন এটুকুই এনাফ। তারপর অনেক বাড়িয়ে প্রশংসা করা হয়, এটা কমিয়ে আনেন। কাজ, কাজ, কাজ। প্রশংসা অহেতুক। অহেতুক বালাই কিছু আমাদের দেশে আছে। এগুলো কমানো দরকার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রীকে আইএমইডির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হলে এ সময় তিনি হেসে বলেন, আজকে রিসিভ করলাম, ভবিষ্যতে আর দেবেন না।

সর্বশেষ খবর