বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভুয়া ওয়ারেন্টে কারাবাস

হাসানুর রহমান ঝন্টু, বরগুনা

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের বাসিন্দা বাদল মিয়া (৫৭)। পেশায় কৃষক। জীবনে কখনো রাজধানী শহরে যাননি। সেই ঢাকারই এক শিশুকে ধর্ষণের মামলায় আদালতের ওয়ারেন্টের বলে বরগুনা থানা পুলিশ গ্রেফতার করে বাদল মিয়াকে। ৩৫ দিন কারাবাস করতে হয় তাকে। পরে খোঁজ নিয়ে জানা যায়, যে ওয়ারেন্টের বলে তাকে গ্রেফতার করা হয়েছে তা ছিল ভুয়া। বরগুনা প্রেস ক্লাবে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বাদল মিয়া। এ সময় তার ছেলে, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বাদল মিয়ার অভিযোগ, স্থানীয় দালাল সাইফুল এবং ইলিয়াস ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। যারা আমার সঙ্গে প্রতারণা করে আমাকে জেল খাটিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সঙ্গে সরকারের কাছে দাবি জানাই যাতে আর কোনো নিরপরাধ ব্যক্তি ভুয়া ওয়ারেন্টে জেল না খাটেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর