মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

পুলিশকে কেন বারবার প্রতিপক্ষ বানানো হয়

নিজস্ব প্রতিবেদক

পুলিশকে কেন বারবার প্রতিপক্ষ বানানো হয়

পুলিশ জনগণের সেবক। জনগণের নিরাপত্তায় সব সময় তৎপর রয়েছে। তাহলে কেন বারবার পুলিশকে প্রতিপক্ষ বানানো হয়? পুলিশ কারও প্রতিপক্ষ নয়। রবিবার প্রেস ক্লাবের সামনে এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পেটানো হয়েছে। তার পরও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে (পিএসসি) ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুলিশকে পেটানোর ঘটনায় কোনো রিফ্লেকশন হয়নি। এ বিষয়টি নিয়ে কেউ কোনো কথা বলেনি। ছোট একটা গ্রুপ যারা দেশের কোনো ভালো কিছু দেখে না এবং সমালোচনা করে, এমনকি তারা পুলিশের সমালোচনা করে তাদের মুখে ছাই পড়ুক। এ দেশের প্রকৃতিতে যারা বড় হয়ে ছুরি মারতে চায় তাদের মুখে আমরা দেশবাসী সবাই মিলে ছাই ছুড়ে দিতে চাই। দেশের শত্রুদের বিরুদ্ধে, বনশত্রুদের বিরুদ্ধে, রাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে এবং রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ যুদ্ধ করে। এ যুদ্ধ ক্রমাগত, অবিরত ও অবিরাম। যুদ্ধ হলেই অবিরামভাবে আসে মৃত্যু। সে কারণে প্রতি বছর আমাদের ডজন ডজন সহকর্মীকে হারাই। পুলিশে এ মৃত্যুর মিছিল, শাহাদাতবরণকারীর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা আর কোনো মৃত্যু দেখতে চাই না।

আমাদের পরিবারও মৃত্যু দেখতে চায় না। পুলিশপ্রধান বলেন, এ করোনাকালেও পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৮৫ জন সদস্যকে আমরা হারিয়েছি। সেই সঙ্গে প্রায় ২১ হাজার সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন এবং সুস্থ হয়ে দায়িত্ব পালন করছেন। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ সম্মুখসারিতে থেকে দায়িত্ব পালন করে। বাংলাদেশ পুলিশ দক্ষতা ও দৃঢ়তার যে সাক্ষ্য দিয়েছে তা দিয়ে তারা জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর