বাইডেনকে ক্ষমতাচ্যুত করা না গেলে আমেরিকার অস্তিত্ব বিলীন হয়ে যাবে উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা নব উদ্যমে একত্রিত হয়েছি এবং জনগণের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাব। ফ্লোরিডার ওরল্যান্ডোতে চার দিনব্যাপী ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’-এর (সিপিএসি) শেষ দিনে গত রবিবার ট্রাম্প তার ভাষণে এ মন্তব্য করেন। এই সঙ্গে তিনি উল্লেখ করেন, গত নির্বাচনে ভোট চুরির দাবির প্রতি যারা তাকে সমর্থন দেননি, সেসব রিপাবলিকানকে শায়েস্তা করতে হবে। তিনি বলেন, ‘নামকাওয়াস্তে যারা রিপাবলিকান পার্টি করেন, তাদের সামনের নির্বাচনে ধরাশায়ী করতে হবে।’ সম্মেলনের সমাপনী বক্তব্য প্রদানের জন্য পূর্বনির্ধারিত সময়ের এক ঘণ্টা বিলম্বে মঞ্চে উঠেন ট্রাম্প। উঠেই হাত উঁচিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে উপস্থিত জনতার কাছে জানতে চান, ‘তোমরা কি আমাকে মিস করছ? আমরা যে অভিযান শুরু করেছি তা শেষ করতে আরও অনেকটা পথ মাড়াতে হবে। আমরা শুরুতে যা করেছি, সেটি করেই যাব। এবং সেভাবেই আমরা জয় পাব।’ ট্রাম্প উল্লেখ করেন, ‘আমি নতুন কোনো রাজনৈতিক দল গড়তে চাই না।’
উল্লেখ্য, ৬ জানুয়ারি ইলেক্টোরাল কলেজ ভোটের ফলাফল সার্টিফাই করার পক্ষে কংগ্রেসের রিপাবলিকানদের একটি অংশ অবস্থান নেন এবং ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সেই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। মূলত এদের টার্গেট করেই ট্রাম্প সমর্থকদের পুনরায় সামনের বছর মধ্যবর্তী নির্বাচনে ওইসব রিপাবলিকানের বিপক্ষের প্রার্থীদের জয়ী করার কথা বলেন। গত কদিনের জল্পনা-কল্পনার আলোকে ট্রাম্প নিজের অবস্থান পরিষ্কার করতে আরও বলেন, ‘রিপাবলিকান পার্টিতে কোনো কোন্দল-বিভক্তি নেই।’ তিনি নির্বাচনে এখনো নিজেকেই বিজয়ী বলে উল্লেখ করেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেন। তিনি সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে স্কুল খুলে দেওয়ার দাবি জানান।