গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলে ছয় মাসের মধ্যে অক্সফোর্ডের ফর্মুলা দেশে এনে ভ্যাকসিন বানানো সম্ভব। সেদিকে গুরুত্ব না দিয়ে আইসিইউতে লুটপাটের সুযোগ থাকায়- এদিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্র সম্মেলন কক্ষে নাগরিক সমাজের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডা. জাফরুল্লাহ বলেন, ভারতের সঙ্গে করোনা ভ্যাকসিনের চুক্তি করার পর এখন ভারতীয় কোম্পানি সময়মতো দি¦তীয় ডোজের ভ্যাকসিন পাঠাচ্ছে না। কারণ তাদেরও চাহিদা বেশি। এ জন্যই সরকারকে নিজ দেশে ভ্যাকসিন উৎপাদনে যেতে বলেছিলাম। জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনায় একদিকে মানুষ মরছে, আর অন্যদিকে পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে সরকার। সরকারের ধার্য করা অযৌক্তিক ভ্যাট-ট্যাক্সের কারণে হাসপাতালে আইসিইউ ও অক্সিজেন ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর দান অক্সিজেন কিনতে সরকার ১৯ শতাংশ ভ্যাট আদায় করছে। তিনি বলেন, ভিসা ছাড়া ভারতের ৮ লাখ লোক বসবাস করলেও গণস্বাস্থ্য কেন্দ্রের কিট আবিষ্কারক ডা. বিজন কুমার শীলকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। বর্তমান মহামারী মোকাবিলা করতে গণস্বাস্থ্য কেন্দ্র এগিয়ে এলেও সরকার আমাদের বারোটা বাজিয়ে দিয়েছে। বিশ্বব্যাপী ব্যাপক হারে করোনা টেস্টের পরামর্শ দেওয়া হলেও গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিট অনুমোদন দেওয়া হয়নি। এ জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা গচ্চা গেছে। গণস্বাস্থ্য কেন্দ্র স্বল্পমূল্যে আই সি ইনজেকশন দিতে অনুমোদন চাইল। বিনা কারণে তিন সপ্তাহ আবেদন ফেলে রাখা হয়েছে। যার কোনো উত্তর দিতে পারেনি সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদফতরের ডিজির স্বাক্ষর করার ক্ষমতা নেই। অনুমোদনের জন্য তাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে হয়। ঔষধ প্রশাসনে একজন অযোগ্য লোককে দায়িত্ব দিয়ে এ খাতকে ধ্বংস করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও বেলার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রিজওয়ানা হাসান। উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদের নাঈম জাহাঙ্গীর, শেখ রফিকুল ইসলাম বাবলু, ব্যারিস্টার সাদিয়া আরমান, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ ওলফাত, পানি বিশেষজ্ঞ ম এনামুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের জাহাঙ্গীর আলম মিন্টু, দিদারুল ভূইয়া প্রমুখ।
শিরোনাম
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
- পূর্ব জেরুজালেমে নতুন ১৩০০ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের
- বাড়ির সব কাজ করে দেবে ২০ হাজার ডলারের হিউম্যানয়েড রোবট ‘নিও’
- এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
- মুম্বাইয়ে নিরাপদে উদ্ধার জিম্মির শিকার ২০ শিশু, সন্দেহভাজন আটক
- বগুড়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা বন্ধ ঘোষণা প্রশাসনের
- ‘ব্রির অর্জন ও অগ্রগতি: তারুণ্যের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে : শিক্ষা উপদেষ্টা
- বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতার মামলা হচ্ছে, বিপাকে কংগ্রেস নেতারা
- শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- শরীয়তপুরে কৃষি প্রণোদনা পেলেন ৩৪২৫ কৃষক
- রুশ তেল কেনা বন্ধ করল ভারতের রাষ্ট্রীয় কোম্পানি
অক্সফোর্ডের ফর্মুলায় ভ্যাকসিন বানানো সম্ভব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর