শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
তাণ্ডবের পর ৪৮ মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ হাজার আসামি গ্রেফতার ৫৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় এ পর্যন্ত দায়েরকৃত ৪৮টি মামলায় নামসহ ২৮৮ জন ও অজ্ঞাতনামা ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গত ১৪ দিনে গ্রেফতার করা হয়েছে মাত্র ৫৫ জনকে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় ৩টি ও সরাইল থানায় ২টি মামলা রুজু করা হয়েছে। ২৬ মার্চের পর থেকে গ্রেফতার করা হয়েছে ৫৫ আসামিকে। জেলার অতিরিক্ত পুলিশ  সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন জানান, স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ বিশ্লেষণপূর্বক এসব আসামিকে শনাক্ত করা হয়েছে। এজাহারনামীয় আসামি যারা তাদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাদের অনেকেই এখন পলাতক। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তান্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা।

সর্বশেষ খবর