রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

আমি সুস্থ আছি

নিজস্ব প্রতিবেদক

আমি সুস্থ আছি

কে বলেছে আমি হাসপাতালে ভর্তি! আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, বাসায় আছি। মুঠোফোনে এভাবেই বাংলাদেশ প্রতিদিনকে বললেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে খবর রটে, তোফায়েল আহমেদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদক ফোন করলে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি।’ তিনি আরও বলেন, ‘সকাল থেকে আমাকে অনেকে ফোন করে জানতে চাচ্ছেন আমি কোন হাসপাতালে। আসলে আল্লাহর রহমতে আমার কিছুই হয়নি। কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে। আবার কয়েকটি গণমাধ্যমের অনলাইন ভার্সনেও এ নিয়ে খবর বেরিয়েছে। আসলে এ রকম কোনো ঘটনাই ঘটেনি।’ এবার ঈদ উদ্যাপন কোথায় করছেন- জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘করোনার কারণে গত দুটি ঈদ ঢাকায় করতে হয়েছে। এবারও রমজানের ঈদ ঢাকায় করতে হবে।’ নির্বাচনী এলাকায় না গেলেও এলাকার নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন বলেও জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী এলাকায় ১৩ হাজার মানুষকে ঈদসামগ্রী ও নগদ অর্থ সহায়তাও করেছেন তিনি। বনানীর বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ।

করোনাকালে ঘরবন্দিত্ব কেমন কাটছে- জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়মিত নেতা-কর্মীদের সঙ্গে টেলিফোনে এবং মাঝেমধ্যে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলি। করোনা প্রতিরোধে জনগণের পাশে দাঁড়াতে নির্দেশনা দিই।’ একই সঙ্গে বই পড়ে আর আত্মজীবনী লিখে সময় পার করছেন বলে জানালেন ঊনসত্তরের গণআন্দোলনের মহান নেতা তোফায়েল আহমেদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর