রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

অপমানের ক্ষোভ থেকে চাচাতো বোনকে হত্যা

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়ায় তানিশা ইসলাম তিশাকে (১১) গলা কেটে হত্যার দায় স্বীকার করে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন আহম্মেদের আদালতে নিশান ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শুক্রবার রাতে তিনি আদালতকে জানান, তিশার পরিবারের ওপর ব্যক্তিগত আক্রোশের কারণে তিনি তাকে হত্যা করেছেন।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে জানান, নিশান পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করলে পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। নিশানের দেখানো স্থান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দড়ি, স্কচটেপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ছুরিতে রক্তের স্যাম্পল রয়েছে। স্যাম্পল পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, নিশান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর তাকে ও তার মাকে তার ফুফিরা দেখাশোনা করতেন বলে তিনি জানিয়েছেন। তার চাচা তানিশার বাবা তাদের অনেক অত্যাচার করেছেন, বাড়ি থেকে বেরও করে দিয়েছিলেন, জমিজামা দখল করে রেখেছেনও বলে নিশান জানিয়েছেন। তাই ছোটবেলা থেকে তার চাচার পরিবারের প্রতি প্রতিশোধের নেশা কাজ করছিল। ঘটনার দিন তানিশার ঘরে কেউ না থাকার সুযোগে তিনি তানিশার ঘরে ঢুকে তার মুখে স্কচটেপ লাগিয়ে দেন। পরে তাকে কিল-ঘুষি মেরে, টেনেহিঁচড়ে ছাদে নিয়ে যান। দঁড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। পরে আগে থেকে সঙ্গে নিয়ে যাওয়া ছুরি দিয়ে তিনি তাকে গলা কেটে হত্যা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, তানিশার শ্লীলতাহানী করা হয়েছিল কি না বা চেষ্টা করা হয়েছিল কি না ময়নাতদনন্ত রিপোর্টের পর তা জানা যাবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না তা তদন্তে জানা যাবে।

সর্বশেষ খবর