সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিন দিতে ইতিবাচক সাড়া যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বাংলাদেশকে করোনা ভ্যাকসিন প্রদানের অনুরোধে হোয়াইট হাউস, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের প্রধান ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং স্টেট ডিপার্টমেন্টে প্রদত্ত পত্রের জবাব মিলেছে। তারা সবাই ইতিবাচক দৃষ্টিতে বিষয়টি বিবেচনায় রেখেছেন বলে ফিরতি ই-মেইলে জানিয়েছেন।

এ তথ্য প্রকাশ করা হয় ১৫ মে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে উপরোক্ত সংগঠনের নেতাদের এক মধ্যাহ্নভোজ-সমাবেশে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের ‘দ্য নিউ নেশন ইউনিট’-এর চিফ এবং ডিইউজের সাবেক জনকল্যাণ সম্পাদক হেমায়েত হোসেনের সম্মানে ঈদ-উত্তর এই ভোজের আয়োজন করা হয়। এ সময় সংক্ষিপ্ত এক আলোচনায় সেক্টর কমান্ডারস ফোরামের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ফিরতি ই-মেইলের কথা জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে কংগ্রেসসহ বিভিন্ন স্টেটে রেজ্যুলেশন, প্রক্লেমেশন, অভিনন্দন জ্ঞাপনের আনুষ্ঠানিকতায় উপরোক্ত সংগঠনগুলো কাজ করেছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জাতীয় প্রেসিডেন্ট ড. এ কে এ মোমেনের আহ্বানে ভ্যাকসিনের জন্য এই দেনদরবারে সক্রিয় হয় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম, আমেরিকা-বাংলাদেশ অ্যালায়েন্স এবং উত্তর আমেরিকা সংস্করণ বাংলাদেশ প্রতিদিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর