মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা দেখা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা দেখা হচ্ছে

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, বাংলাদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর টিকা উৎপাদনের সক্ষমতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল  পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের আমন্ত্রণে মন্ত্রণালয়ে দেখা করতে যান মিলার। সেখানে তিনি এসব কথা বলেন। কভিড-১৯ মহামারী পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাসহ বাংলাদেশের জরুরি প্রয়োজনে ভ্যাকসিন সরবরাহের বিষয়েও তারা আলোচনা করেন। বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে উল্লেখ করে মিলার বলেন, যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভ্যাকসিন সরবরাহের সুপারিশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ভ্যাকসিন উৎপাদনের সম্ভাব্যতা খতিয়ে দেখছে।

 এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফিলিস্তিনে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে অবিলম্বে যুক্তরাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানান।

সর্বশেষ খবর