বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

স্বদেশি সহকর্মীর ছুরিকাঘাতে চীনের নাগরিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সহকর্মীর ছুরিকাঘাতে এক চীনের নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী চীনের নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ৮টার দিকে নগরীর পশ্চিম পাঠানটুলা নিবাস আবাসিক এলাকার বি বøকের ১১/৯ আয়ান ম্যানশনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটে ১২ জন চীনের নাগরিক বসবাস করতেন। তারা সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন।

নিহত চীনের নাগরিকের নাম উই ওনটো। এ ঘটনায় আটক জো চাওকে পুলিশ হেফাজতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরেরও বিভিন্ন স্থানে ছুরিকাঘাত রয়েছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, পশ্চিম পাঠানটুলার আয়ান ম্যানশনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ১২ জন চীনা শ্রমিক থাকতেন। তাদের সবাই কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন। গতকাল সকালে অন্যসব শ্রমিক কাজে চলে গেলে ফ্ল্যাটের একটি কক্ষে থেকে যান উই ওনটো এবং জো চাও। সকাল ৮টার দিকে ব্যক্তিগত বিরোধ থেকে তাদের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের সহকর্মীরা ছুটে এসে কক্ষের ভিতর থেকে আহত অবস্থায় উই ওনটো ও জো চাওকে উদ্ধার করেন। ওনটোকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জো চাওকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ জানান, ব্যক্তিগত ঝামেলাকে কেন্দ্র করে দুই চীনা নাগরিক মারামারিতে লিপ্ত হয়। এ সময় উই ওনটো ধারালো ছুরি দিয়ে জো চাওর গলার পেছন ও ডান উরুতে আঘাত করে রক্তাক্ত জখম করে। মারামারির একপর্যায়ে জো চাও ছোরা কেড়ে নিয়ে ওনটোর বুকের বাম পাশে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় সহকর্মী চীনা নাগরিকরা ওনটোকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেলা ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুলিশ জো চাওকে আটক করেছে। তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ খবর