শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

নারদা মামলায় বিপাকে মমতা

কলকাতা প্রতিনিধি

নারদা মামলায় বিপাকে মমতা

নারদা মামলায় বেশ বিপাকেই পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল অনিবার্য কারণবশত ঘুষ কেলেঙ্কারির চাঞ্চল্যকর এই মামলার শুনানি হয়নি। দুই মন্ত্রীসহ চার হেভিওয়েট নেতা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জেল হেফাজতে থাকছেন। এরা হলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি, পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র এবং কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়। বেলা ২টায় দুটি মামলার শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। এর মধ্যে একটি হলো জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনার আবেদন, দ্বিতীয়টি এ মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত করার বিষয় সম্পর্কিত। কিন্তু শুনানি শুরুর কিছু আগেই হাই কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অনিবার্য কারণবশত বসছে না কলকাতা হাই কোর্টের প্রথম ডিভিশন বেঞ্চ।’ কবে এ বেঞ্চ বসবে তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি ওই বিবৃতিতে। নারদা স্টিং অপারেশন মামলায় অভিযুক্ত ওই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে ১৭ মে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর