রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

নিউক্যাসেলের লর্ড মেয়র বাংলাদেশি হাবিবুর

আ স ম মাসুম, যুক্তরাজ্য

নিউক্যাসেলের লর্ড মেয়র বাংলাদেশি হাবিবুর

ব্রিটেনে নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত হাবিবুর রহমান। ৮০০ বছরের ইতিহাসে নিউক্যাসেলে প্রথম কোনো অশ্বেতাঙ্গ হিসেবে লর্ড মেয়র পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। বুধবার এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তিনি। এ সময় বক্তব্যে তিনি সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই হাবিবুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ। ব্রিটেনের অনলাইন ক্রনিক্যাল লাইভের খবর।

হাবিবুর রহমান ১২ বছর বয়সে ১৯৮৫ সালে পিতা-মাতা ও ছয় ভাইয়ের সঙ্গে বাংলাদেশ ছেড়ে ব্রিটেনের টাইনসাইডে চলে যান। তখন তিনি ইংরেজি বলতেই পারতেন না। অথচ তিনি এখন এলসউইকের নির্বাচিত কাউন্সিলর। নিউক্যাসলে লর্ড মেয়র পদে তিনি ডেভিড কুকের স্থলাভিষিক্ত হয়েছেন। তার এ নিয়োগ এক বছর বিলম্বিত হয়েছে করোনাভাইরাসের কারণে। বার্ষিক জেনারেল মিটিংয়ে তিনি নিউক্যাসল সিটি কাউন্সিলে এ পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন। তিনি বিরোধী লেবার পার্টির সমর্থক। দুই বছর নিউক্যাসেল শেরিফ এবং ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন হাবিব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর