সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে লেনদেন ৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে প্রায় ৬ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম গতকাল বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হেফাজতের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করে মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের ওই তথ্য পাওয়া যায়। তিনি আরও বলেন, সম্প্রতি গ্রেফতার হেফাজতের সাবেক কমিটির অর্থ সম্পাদক কাসেমীর কাছেও বেশ কিছু অ্যাকাউন্ট পেয়েছি, সেগুলোরও তদন্ত চলছে। এসব অর্থায়ন হয় প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে। প্রবাসীরা মাদরাসা কিংবা মাদরাসা-শিক্ষার্থীদের বিভিন্ন কাজে হেফাজতের কাছে দান করে থাকেন। এর মধ্যে রোহিঙ্গাদের জন্যও তারা দান করে থাকেন। এ ছাড়া হেফাজতের জন্যও কিছুু টাকা বিদেশ থেকে আসে।

 

মাহবুব আলম জানান, তদন্তে দেখা গেছে, বিদেশ থেকে আসা টাকার হিসাব হেফাজত ইসলামের নেতারা সঠিকভাবে মেইনটেইন করতেন না। তাদের নিজেদের ইচ্ছা মতো টাকাগুলো খরচ করতেন। ক্ষেত্রবিশেষে তারাই এই টাকাগুলোর মালিক হচ্ছেন। টাকা দিয়ে হেফাজত নেতারা নিজেদের বাড়ি-গাড়ি করেছেন। তারা এই টাকা রাজনৈতিক কর্মকান্ডে ব্যবহার করেছেন। রোহিঙ্গাদের টাকাও হেফাজত নিজেদের কাজে ব্যবহার করত। এ ছাড়াও বিপুল পরিমাণ টাকা তারা তছরুপ করেছেন। মাহবুব আলম বলেন, ২০১৩ সালের ১৪টি মামলা আমরা তদন্ত করছি। নতুন বেশ কয়েকটি মামলাও পেয়েছি। এ ছাড়াও অন্যান্য গোয়েন্দা সংস্থাও এসব বিষয় নিয়ে কাজ করছে। খুব দ্রুতই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর