বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ০০:০০ টা
চাঁদাবাজির মামলা

দুই দিনের রিমান্ডে সাবেক এমপি আউয়াল

আদালত প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সেলিম মিয়া জানান, মেজর মোস্তফা কামাল (অব.) গত মাসে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে এমপি আউয়ালের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তদন্ত কর্মকর্তা আসামিকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিন রিমান্ডের আদেশ দেন। এর আগে রাজধানীর পল্লবী থানা এলাকায় ১৬ মে বিকালে জমির বিরোধের মীমাংসার কথা বলে শাহীন উদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভিতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মা আকলিমা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার পরদিন (১৭ মে) পল্লবী থানায় হত্যা মামলা হয়। পরে গত ২০ মে কিশোরগঞ্জের ভৈরব থেকে এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি এম এ আউয়ালকে গ্রেফতার করে র‌্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর