সরকারের দক্ষ পরিচালনাতেই দেশ মধ্য আয়ে উন্নীত হয়েছে। আর মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সংশ্লিষ্ট সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব মো. মকবুল হোসেন ও সংস্থাপ্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, সরকার দক্ষভাবে দেশ পরিচালনা করতে পেরেছে বিধায় এটি সম্ভব হয়েছে। করোনার মধ্যেও মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। করোনার মধ্যেও এই অর্থবছরের সমাপ্তিলগ্নে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হতে যাচ্ছে ৬ দশমিক ১ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। মূল্যস্ফীতি যখন স্থিতাবস্থায় থাকে এবং জিডিপি প্রবৃদ্ধি বেশি হয় তখন স্বাভাবিকভাবে মানুষের আয়-উন্নতি তথা দেশের অগ্রগতি বাড়ে। এটি ১২ বছর ধরে হয়ে আসছে, সে কারণেই দেশ এগিয়েছে। এ সময় চিত্রনায়িকা পরীমণির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা শহরে কে কোথায় গিয়ে মধ্যরাতে মদপান করল, সেখানে ভাঙচুর হলো আর তার পরিপ্রেক্ষিতে সেখানে কিছু ঘটল তাতে যেভাবে সবাই মত্ত হয়ে গেল, অথচ বিষয়টা জাতির জন্য মোটেও কোনো গুরুত্বপূর্ণ নয়। আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। তবে কেউ হেনস্তার শিকার হওয়াও ঠিক নয়, কেউ অহেতুক হয়রান হওয়াও ঠিক নয়। পরীমণির বিষয়ে সংসদে আলোচনা হয়েছে- সাংবাদিকরা এ বিষয়টি তুলে ধরলে ড. হাছান বলেন, আমি দেখেছি যে সংসদে বিএনপি দলীয় গ্রুপের নেতা এ বিষয়টা নিয়ে বেশ কয়েক দিন ধরে বক্তব্য দিয়েছেন। আমার কাছে মনে হলো তার কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও ওই চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ। সেজন্যই এটা নিয়ে তিনি বেশ কয়েক দিন বক্তব্য দিয়েছেন।
শিরোনাম
- নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
- পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল লন্ডনে
- নভেম্বরে বিজিবির অভিযানে ১৭২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- পরীক্ষার হল থেকে বের করে দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- রংপুরে যথাযোগ্য মর্যাদায় রোকেয়া দিবস পালিত
- গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
- লিটারে ৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
- প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে : তারেক রহমান
- গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালিত
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ১৮১৬ মামলা
- ‘পরিবার থেকে দুর্নীতিবিরোধী চর্চা চালিয়ে যেতে হবে’
- বরিশালে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান
- সেপটিক ট্যাংকে মিলল অটোরিকশা চালকের মরদেহ
- রোকেয়া দিবস: বেরোবিতে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
- গোলান মালভূমির বাফারজোন ইসরায়েলের দখলে
- কুষ্টিয়ায় বন্ধ মিলের নামে চাল সংগ্রহের বরাদ্দ খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- মহাসড়ক অবরোধ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাকিব-সৌম্যর পর লঙ্কান টি-টেন লিগে রনি
- চারটি কাগুজে নোটের নকশা বদলাচ্ছে
- কলাপাড়ায় ৫ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২২ জুন, ২০২১
আপডেট:
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর