মানুষের খাবার ও কর্মসংস্থান নিশ্চিত করে লকডাউন দেওয়ার পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সরকার দেশে শাটডাউন করার পরিকল্পনা করছে। অথচ দেশের ছয় কোটি মানুষের কর্মসংস্থান নেই। আগে ১০ কোটি মানুষের ৬ মাসের খাবার নিশ্চিত করে তবেই শাটডাউন দেওয়ার পরিকল্পনা করতে হবে। স্মরণসভার আয়োজন করে সোনার বাংলা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুন নূর। বক্তব্য দেন বাংলাদেশের জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার টিকা নিয়ে বড় বড় কথা বলছে। অথচ সরকারের হাতে টিকা নেই। যখন চীন ও রাশিয়া বাংলাদেশে করোনার টিকার পরীক্ষা চালাতে চাইল, তখন সরকার তাতে রাজি হলো না। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, শিক্ষার্থীরা এখন বিপথগামী। তারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকরা চিন্তিত। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নাম নেই। শিক্ষামন্ত্রী বলছেন, তাঁর কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না আরও বলেন, মানুষ এখন মনে করে, এই সরকার গেলেই হয়। কোন সরকার আসবে, তা দেখার বিষয় নয়। শুধু এ সরকার চলে যাক। মানুষ চায় ভালো সরকার। এ মুহূর্তে বলতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। টিকা দেওয়ার ব্যবস্থা করুন। দুর্নীতি বন্ধ করুন। বৈষম্যের বিরুদ্ধে সবাইকে একই সঙ্গে লড়তে হবে। মানুষকে জাগাতে হবে।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
খাবার-কর্মসংস্থান নিশ্চিত করে লকডাউন দিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর