মানুষের খাবার ও কর্মসংস্থান নিশ্চিত করে লকডাউন দেওয়ার পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সরকার দেশে শাটডাউন করার পরিকল্পনা করছে। অথচ দেশের ছয় কোটি মানুষের কর্মসংস্থান নেই। আগে ১০ কোটি মানুষের ৬ মাসের খাবার নিশ্চিত করে তবেই শাটডাউন দেওয়ার পরিকল্পনা করতে হবে। স্মরণসভার আয়োজন করে সোনার বাংলা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুন নূর। বক্তব্য দেন বাংলাদেশের জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার টিকা নিয়ে বড় বড় কথা বলছে। অথচ সরকারের হাতে টিকা নেই। যখন চীন ও রাশিয়া বাংলাদেশে করোনার টিকার পরীক্ষা চালাতে চাইল, তখন সরকার তাতে রাজি হলো না। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, শিক্ষার্থীরা এখন বিপথগামী। তারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকরা চিন্তিত। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নাম নেই। শিক্ষামন্ত্রী বলছেন, তাঁর কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না আরও বলেন, মানুষ এখন মনে করে, এই সরকার গেলেই হয়। কোন সরকার আসবে, তা দেখার বিষয় নয়। শুধু এ সরকার চলে যাক। মানুষ চায় ভালো সরকার। এ মুহূর্তে বলতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। টিকা দেওয়ার ব্যবস্থা করুন। দুর্নীতি বন্ধ করুন। বৈষম্যের বিরুদ্ধে সবাইকে একই সঙ্গে লড়তে হবে। মানুষকে জাগাতে হবে।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
খাবার-কর্মসংস্থান নিশ্চিত করে লকডাউন দিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর