বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

ব্যাংক চলবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক

আজ ব্যাংক হলিডে। এর সঙ্গে রবিবারও দেশের সব ব্যাংক বন্ধ থাকছে। সরকার ঘোষিত ৭ দিনের কঠোর বিধিনিষেধের মধ্যে ব্যাংক খোলা থাকবে আগামী সোম, মঙ্গল ও বুধবার। এ তিন দিন ব্যাংকে লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকগুলো খোলা থাকবে। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর ব্যাংক খোলা রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়, আজ ১ জুলাই বৃহস্পতিবার ব্যাংক হলিডে হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। ২ ও ৩ জুলাই শুক্র ও শনিবার সরকারি ছুটির পাশাপাশি ৪ জুলাই রবিবারও ব্যাংক বন্ধ থাকবে। কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়লে প্রতি শুক্র ও শনিবারের পাশাপাশি প্রতি রবিবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কঠোর বিধিনিষেধের মধ্যে ব্যাংকের প্রিন্সিপাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা (এডি শাখা) সীমিত সংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা থাকবে। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর প্রতিটি জেলা সদরে ও উপজেলায় ১টি করে শাখা খোলা রাখতে হবে।

অন্যান্য সব ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে ১টি শাখা খোলা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জেলা সদরের বাইরে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় অনধিক ২টি শাখা খোলা রাখা যাবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। পাশাপাশি সার্বক্ষণিক চালু রাখতে হবে এটিএম বুথগুলো। ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে বলা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর