মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠার পরিপ্রেক্ষিতে করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল গণমাধ্যমকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন। ৮ জুলাই সুরক্ষা ওয়েবসাইট অ্যাপসের মাধ্যমে তাঁর রেজিস্ট্রেশন করা হয়। এখন এসএমএস এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওয়েবসাইটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার টিকার স্থান মহাখালী ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল লেখা হয়েছে। তিনি হৃদরোগ, কিডনি, ফুসফুসের নানা জটিলতায় অসুস্থ।

অধ্যাপক জাহিদ বলেন, ‘বেগম জিয়া দেশের বয়োজ্যেষ্ঠ নাগরিক, জনপ্রিয় রাজনৈতিক নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী। তাঁকে হাসপাতালে নেওয়াটা সমস্যার। তিনি কোথাও গেলে ব্যাপক জনসমাগম ঘটে। সে ক্ষেত্রে তাঁর টিকা বাসায় দেওয়া যায় কি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি।’ ১৪ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ৫৩ দিন চিকিৎসা শেষে ১৯ জুন ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন গুলশানের ফিরোজায় ফেরেন।

সর্বশেষ খবর