শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

প্রাণ গেল আরও ২২৬ জনের শনাক্ত ১২ হাজার ২৩৬

সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন আরও ২২৬ জন। মহামারীকালে এটা এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৮ জনে। এর মধ্যে বাড়িতেই মারা গেছেন ৩৮৭ জন, আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে ২০ জনের। গত এক দিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষায় ১২ হাজার ২৩৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.২৩ শতাংশ। আগের দিন শনাক্তের        হার ছিল ২৯.১৪ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৫ হাজার ৪৭১ জন, বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪০০ জন ও বাড়িতে ৩৮৭ জন মারা গেছেন। আর ২০ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর তথ্য জানানো হয় গত ১১ জুলাই। চার দিনের মাথায় গতকাল দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। গত বছরের অধিকাংশ সময় করোনা সর্বোচ্চ দাপট দেখায় ঢাকায়। এরপর ঢাকায় সংক্রমণ ও মৃত্যু কমে আসে। চলতি জুলাইয়ে এসে আবারও সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে ঢাকায়। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৭৪ জন। এর মধ্যে ঢাকা জেলাতেই মারা গেছেন ৪২ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ৫২ জন। এ ছাড়া ৪২ জন চট্টগ্রাম, ২৪ জন রাজশাহী, ১৩ জন রংপুর, ১০ জন ময়মনসিংহ, ৬ জন বরিশাল ও ৫ জন সিলেট বিভাগে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মৃত ২২৬ জনের মধ্যে ১৪০ জন ছিলেন পুরুষ ও ৮৬ জন নারী। হাসপাতালে ২০৬ জন ও বাড়িতে ২০ জন মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১২১ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৪৯ জন পঞ্চাশোর্ধ্ব, ৩৬ জন চল্লিশোর্ধ্ব, ১২ জন ত্রিশোর্ধ্ব, ৬ জন বিশোর্ধ্ব, ১ জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে ও ১ জনের বয়স ছিল ১১ বছরের কম। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৪৩.৪৯ শতাংশ শনাক্তের হার ছিল সিলেট বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ৩৮.৪৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৩৪ শতাংশ, খুলনা বিভাগে ২৯.৮৪ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ২৮.৩৬ শতাংশ, রংপুর বিভাগে ২৬ শতাংশ, ঢাকা বিভাগে ২৪.৮৪ শতাংশ ও রাজশাহী বিভাগে ২০.৭৮ শতাংশ ছিল শনাক্তের হার। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে। কমেছে ঢাকা, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে। অপরিবর্তিত ছিল চট্টগ্রাম বিভাগে।

সর্বশেষ খবর