শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

কানেকটিভিটিসহ বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা

কূটনৈতিক প্রতিবেদক

উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে বহুপক্ষীয় সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছেন বাংলাদেশ ও ভারতের দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর টুইটারে জানান, তাশখন্দে সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পেরে আমি খুশি। বৈঠকে আমরা কানেকটিভিটিসহ দুই দেশের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেছি। তাশখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার  আঞ্চলিক কানেক্টিভিটি : সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত ছাড়াও চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। তাশখন্দের সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর