শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

টিকা নিলে ১০০ ডলার দিতে চান বাইডেন

প্রতিদিন ডেস্ক

টিকা নিলে ১০০ ডলার দিতে চান বাইডেন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে টিকাদানের ওপর জোর দিচ্ছে মার্কিন সরকার। আর এ টিকাদানের হার বাড়াতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে ১০০ মার্কিন ডলার করে দিতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন যারা টিকা নেবেন, তাদের এ অর্থ দিতে অঙ্গরাজ্যের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র : বিবিসি।

সংক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। মার্কিন এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ২০ লাখ কর্মী। বাইডেন এক আদেশে উল্লেখ করেন, এসব কর্মীকে প্রমাণ করতে হবে, তারা টিকা নিয়েছেন। এ ছাড়া এই কর্মীদের জন্য বাধ্যতামূলক করোনা পরীক্ষা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আদেশ দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পরিস্থিতি তুলে ধরে হোয়াইট হাউস থেকে গত বৃহস্পতিবার বাইডেন বলেন, ডেলটা ধরনের সংক্রমণ বাড়তে থাকায় নতুন নতুন এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে এ মহামারী ব্যাপকভাবে ছড়িয়েছে। এসব কারণে মৃত্যু বাড়ছে।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ৬ লাখ ২৮ হাজারের বেশি করোনা রোগী। জুনের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ কমে গিয়েছিল। এরপর সেই সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজারের বেশি মানুষ। এর বিপরীতে দেশটির অর্ধেক নাগরিককে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, যেসব এলাকায় টিকাদানের হার কম, সেখানে করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে। এদিকে এখন সংক্রমণ ঠেকাতে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক নির্দেশনায় আবার সবাইকে মাস্ক ব্যবহার করতে বলেছে। ইনডোরে জনসমাগম হলে মাস্ক পরতে তারা আবার নির্দেশনা দিয়েছে। যেসব এলাকায় ডেলটার সংক্রমণ বেশি, সেসব এলাকায় টিকা গ্রহণ করেছেন বা টিকা গ্রহণ করেননি- এমন সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর