মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পুরোদমে চলছে টিকা

অক্সফোর্ডের টিকায় ৯৮ শতাংশ অ্যান্টিবডি, অন্তঃসত্ত্ব নারীদের টিকা দেওয়ার সুপারিশ, টিকা না নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির ঝুঁকি বেশি

নিজস্ব প্রতিবেদক

পুরোদমে চলছে টিকা

করোনাভাইরাস প্রতিরোধে জোরেশোরে চলছে টিকাদান। সারা দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান চলছে। ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা ক্যাম্পেইন চালাতে হাসপাতালের বাইরে টিকা কেন্দ্র করার পরিকল্পনা করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ‘দেশে করোনার টিকাদান কেন্দ্র অচিরেই আরও বাড়বে। আমাদের এত দিন ধরে যে বড় ভয় ছিল, টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না। কিন্তু গত কয়েক মাসে সে রকম গুরুতর কোনো দুর্ঘটনা ঘটেনি। হাসপাতালের বাইরে আনলেই টিকা কেন্দ্র বেড়ে যাবে। আর  কেন্দ্র বাড়লেই আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে পারব।’

তিনি আরও বলেন, ‘গ্রামাঞ্চলে স্কুল-কলেজ-কমিউনিটি হেলথ ক্লিনিক আর ঢাকার ভিতরে মেডিকেল কলেজগুলোতে দিয়ে দিতে চাই। কলেজ বিল্ডিংগুলোতে হাসপাতাল থেকে ট্রান্সফার করতে চাচ্ছি। কলেজের জায়গা বড়, শিক্ষার্থীরাও নাই-সেখানে মাল্টিপল বুথ করে টিকা দিতে চাই। গ্রামাঞ্চলে টিকাদানের বিষয়ে ইতিমধ্যে মাইক্রো প্ল্যান হয়ে গেছে, প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষ হলেই আগামী ৭ আগস্ট থেকে টিকা দেওয়া শুরু হবে। ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কেন্দ্র যেভাবে টিকা দেয় সেভাবেই টিকা দেওয়া হবে।’ স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, জাপান থেকে কোভ্যাক্স সহায়তার মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখের বেশি টিকা পাওয়ার পর শুরু হয়েছে দ্বিতীয় ডোজ দেওয়া। থমকে যাওয়া টিকা কার্যক্রমে জোর এসেছে। দ্বিতীয় ডোজের জন্য ১৫ লাখ ২১ হাজার মানুষ অপেক্ষমাণ ছিলেন। টিকা হাতে পাওয়ার পর শুরু হয়েছে দ্বিতীয় ডোজের টিকাদান। ফাইজারের দ্বিতীয় ডোজ নির্ধারিত সময়ে দেওয়া শুরু হয়েছে। সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান চলছে। এ ছাড়া সারা দেশের সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। আগামী ৭ আগস্ট থেকে শুরু হওয়া টিকা ক্যাম্পেইন ঘিরে আরও বিস্তৃত হচ্ছে পরিকল্পনা। কেন্দ্র বাড়িয়ে প্রতিদিন ১০ লাখ মানুষকে টিকা দেওয়ার টার্গেট নিয়ে এগোচ্ছে স্বাস্থ্য অধিদফতর। অন্তঃসত্ত্বা নারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করেছে দেশে টিকা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ (নাইট্যাগ) দুধ পান করানো মায়েদেরও টিকা দেওয়ার সুপারিশ করেছে। নাইট্যাগের সদস্য ডা. বে-নজির আহমেদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, তাদের টিকা দেওয়া যেতে পারে। এ সংক্রান্ত মতামত রেখেছি।’ গত ৩১ জুলাই নাইট্যাগের বৈঠকে টিকা দেওয়ার সুপারিশ করেন তারা। তিনি আরও বলেন, ‘সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চেয়েছিল- অন্তঃসত্ত্বা ও দুধ পান করানো মায়েদের টিকা দেওয়া যাবে কি না? সরকার নিজেই চাচ্ছিল তাদের টিকা দেওয়ার জন্য। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেছিলেন- আমরা দিতে চাই; নাইট্যাগের কাছে পরামর্শ চাচ্ছি। আমরা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে মতামত দিই; উনারা সুবিধা-অসুবিধা দেখে উনাদের মতো করে সিদ্ধান্ত নেন।’ দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডির (করোনা প্রতিরোধ ক্ষমতা) উপস্থিতি পাওয়া গেছে। যারা আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে। যে ২ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া যায়নি, তারা জটিল রোগে আক্রান্ত, অনেক বয়স্ক ও রোগ প্রতিরোধক্ষমতা অনেক কম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিচালিত ‘হেমাটোলজিক্যাল প্যারামিটারস অ্যান্ড অ্যান্টিবডি টাটরে আফটার ভ্যাকসিনেশন অ্যাগেইনস্ট সার্স-কভিড-২’ শিরোনামের এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। গতকাল বিএসএমএমইউতে এ গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও গবেষক দলের প্রধান শারফুদ্দিন আহমেদ। ওষুধ প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার টিকা গ্রহণকারী ২০৯ জনের ওপর এ গবেষণা পরিচালিত হয়। উপাচার্য শারফুদ্দিন আহমেদ জানান, এই গবেষণায় দেশের জনগণের ওপর টিকা প্রয়োগের পর কার্যকর অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া গেছে। টিকার প্রথম ডোজ নেওয়ার তিন চার মাস পর দ্বিতীয় ডোজ নিলে কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়, সেই বিষয়েও গবেষণা করা হবে।’ করোনাভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি বেশি রয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সংস্থাটি এক গবেষণায় পেয়েছে, টিকা নেওয়া করোনা আক্রান্ত ব্যক্তিদের ৭ শতাংশ, আর না নেওয়াদের ২৩ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত মে ও জুন মাসে করোনাভাইরাস আক্রান্তদের নিয়ে করা এক গবেষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আইইডিসিআর। সংস্থাটি বলছে, পাশাপাশি যারা অসংক্রামক রোগে আক্রান্ত কিন্তু টিকা নেননি তাদের ৩২ শতাংশই কভিড-১৯ আক্রান্তের পর হাসপাতালে যেতে হয়েছে। টিকা গ্রহণকারীদের ক্ষেত্রে এটি ১০ শতাংশ ছিল। একাধিক অসংক্রামক রোগে আক্রান্ত টিকা নেওয়া রোগীদের হাসপাতালে ভর্তির পরিমাণ দুই ডোজ টিকা গ্রহণকারীদের চেয়ে ১৬ শতাংশ বেশি ছিল। আর এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবাইকে দুই ডোজ টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। টিকা গ্রহণকারীরা করোনাভাইরাসের সংক্রমিত হলে তাদের আইসিইউও কম লেগেছে এবং মৃত্যুর হারও কম বলে গবেষণায় উঠে এসেছে। আইইডিসিআর বলছে, গবেষণায় অংশগ্রহণকারী টিকা না নেওয়া আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে আইসিইউতে নিতে হয়েছে যা ৩ শতাংশ। পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে তিনজনকে আইসিইউতে নিতে হয়েছে, যা ১ শতাংশের কম। করোনাভাইরাসের টিকা নেননি এমন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে, শতকরা হিসেবে যা ৩ শতাংশ। অন্যদিকে, গবেষণায় নির্বাচিতদের মধ্যে টিকা নিয়েছেন এমন একজনও করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর