শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন,  কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে কেনা টিকা দেশে আসবে। চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। ইতিমধ্যে দেড় কোটি ডোজ টিকার দাম পরিশোধও করা হয়েছে। তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা           জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৬০ লাখ ফাইজারের টিকা বাংলাদেশে আসবে। এটা কোভ্যাক্সের আওতায় আসবে। এ ছাড়া আগামী সপ্তাহে ৩৪ লাখ সিনোফার্মের টিকা আসবে। আরও ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে কোভ্যাক্সের আওতায়। তিনি বলেন, কোভ্যাক্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল ফাইজারের টিকা আমাদের কাছে পাঠানো হলে বাংলাদেশে সংরক্ষণের ব্যবস্থা আছে কি না। পরে স্বাস্থ্যমন্ত্রী ও সচিব সংরক্ষণের বিষয়ে নিশ্চিত করলে কোভ্যাক্সকে তা জানানো হয়েছে। ড. মোমেন বলেন, চীনের সঙ্গে যৌথ উৎপাদনের চুক্তির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় আইন মন্ত্রণালয়ের ভেটিংও সম্পন্ন হয়েছে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইনসেপ্টা যে কোনো সময় এই চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে।

সর্বশেষ খবর