শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গবেষণায় চ্যালেঞ্জ আছে, জয়ী হতে হবে

নিজস্ব প্রতিবেদক

গবেষণায় চ্যালেঞ্জ আছে, জয়ী হতে হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উদ্ভাবনের যেমন চাহিদা আছে তেমনি চ্যালেঞ্জও আছে। গবেষকদের চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ী হতে হবে। মানব সভ্যতার চাহিদা পূরণের ক্ষেত্রে গবেষকদের অবদান রাখতে হবে। গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আয়োজিত ‘দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কনটেমপোরারি টেকনোলজিস’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, জ্ঞানের পারস্পরিক বিনিময় বিভিন্ন জাতির গবেষকদের  যোগ্যতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করবে। কভিড-১৯ এর মতো সংকট  মোকাবিলায় প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষকদের আহ্বান জানাই। অনুষ্ঠানে বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহম্মেদ সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর