বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করা ন্যায়সংগত নয়

নিজস্ব প্রতিবেদক

দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করা ন্যায়সংগত নয়

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কেউ যদি এখন বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ও বীরত্ব প্রদর্শনকে অস্বীকার করে তাহলে তা হবে বঙ্গবন্ধু সরকারের জন্য চরম অসম্মানজনক। এটা প্রবাসী সরকারের কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল। কারণ বীরদের বীরত্ব নতুন করে  প্রদর্শনের আর কোনো সুযোগ নেই। ’৭১ সালেই তা মীমাংসিত হয়ে গেছে। কারও দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করা কোনোক্রমেই ন্যায়সঙ্গত নয়।

গতকাল জেএসডির রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিভাগের সমন্বয়ক ও দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার সভায় সভাপতিত্ব এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন বিএসসি সভা পারিচালনা করেন। বক্তব্য রাখেন দলের আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার ফারাহ খান, ডা. আবদুস সাদেক জেহাদী, শরিফুল ইসলাম, সাদিকুর রহমান, মশিউর রহমান, লাসেন খান রিন্টু, আলী আজগর, হুমায়ুন কবির খান মিলন, মনছুর আলী, সফিউজ্জামান, ডা. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট গোলাম রাব্বানী, আবদুস সালাম, এজাবুল হক, বুলবুল চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর