শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আজও সহজ জয় চায় টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাহমুদুল্লাহরা সিরিজ জিতেছিল একপেশে লড়াইয়ে। উইকেট সমালোচিত না হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বুধবার মাঠে গড়িয়েছে পাঁচ ম্যাচের নিউজিল্যান্ড সিরিজ। প্রথম টি-২০ ম্যাচ মাহমুদুল্লাহর বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে। মিরপুরে আজ দ্বিতীয় ম্যাচ। আজও জিততে চায় টাইগাররা। জয় তুলে এগিয়ে যেতে চায় সিরিজে। এবারও সিরিজেরও মূল আলোচনায় উইকেট। প্রথম ম্যাচে মাত্র ৬০ রানে অলআউট হয় ব্ল্যাক ক্যাপসরা। মিরপুর স্টেডিয়ামের ইতিহাসে এমন লো স্কোরিং ম্যাচ আর কখনো হয়নি টি-২০ ক্রিকেটে। অবশ্য গত ছয় ম্যাচের সর্বোচ্চ স্কোর ছিল ১৩১। যা টি-২০ ক্রিকেটে বড় বেমানান। শেষ দুই ম্যাচের স্কোর যথাক্রমে ৬০ ও ৬২! সিরিজে আরও এগিয়ে যাওয়ায় ম্যাচটিতে বাংলাদেশের একাদশে পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। 

অস্ট্রেলিয়াকে সিরিজের শেষ ম্যাচে ৬২ রানে অলআউট করেছিল। যা ছিল বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। গত বুধবার নিউজিল্যান্ডের ৬০ রানের ইনিংসটি এখন সর্বনিম্ন। বাংলাদেশের বিপক্ষে স্কোরটি আবার যুগ্মভাবে সর্বনিম্ন। মুস্তাফিজ, সাইফুদ্দিন, সাকিব, নাসুমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র দুজন কিউই ব্যাটসমান দুই অংকের রান করেন। অধিনায়ক টম ল্যাথাম ও কলিন ডি গ্রান্ডহোম ১৮ রান করেন। আজও মিরপুরের উইকেটে একই আচরণ করবে বলেই বিশ্বাস কিউই অধিনায়কের, ‘মিরপুরের ধীরলয়ের উইকেটই হবে। আমরা প্রস্তুতি নিয়েই এসেছি। যদিও প্রথম ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারেনি। তবে এই উইকেটে মানিয়ে নিতে আমাদের লড়াই করতে হবে।’ ম্যাচে হয়তো ফিরতে পারেন বাঁ হাতি ওপেনার ফিন অ্যালেন। দলের তিন দিন আগে ঢাকায় এসেই কভিড পজিটিভ হন অ্যালেন। আইসোলেশনে থেকে এখন নেগেটিভ। হয়তো আজ দেখাও যেতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ১০ হারের পর ১১ নম্বর ম্যাচে এসে জয় পায় মাহমুদুল্লাহ বাহিনী। ৬১ রানের টার্গেটে ৩ উইকেট হারায়। তারপর তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের ২৫, মুশফিকুর রহিমের অপরাজিত ১৬ ও অধিনায়ক মাহমুদুল্লাহ’র অপরাজিত ১৪ রানে ভর করে জয় তুলে নেয়। জয়টি আবার টাইগার অধিনায়কের বিশেষ কিছু। এই জয়ে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক এখন মাহমুদুল্লাহ। ২৩ ম্যাচে তার নেতৃত্বে বাংলাদেশের জয় ১১। মাশরাফির জয় ছিল ২৮ ম্যাচে ১০টি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর