ভারত-পাকিস্তান চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের গণমাধ্যম বিশ্বাসযোগ্য সংবাদকক্ষ না হয়ে কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে।
শুক্রবার (১০ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
এক্স পোস্টে আফ্রিদি লিখেছেন, ‘ভারতীয় গণমাধ্যম সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বদলে প্যারোডিতে রূপ নিয়েছে। তাদের নিউজরুম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে।’
পাকিস্তানের সাবেক অধিনায়কের মন্তব্যটি এসেছে এমন সময়ে, যখন একই দিনে ভারত ও পাকিস্তানের টি–টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল বন্ধ হয়ে গেছে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত ৬ মে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এক দিন পর পাকিস্তানের বিভিন্ন স্থানে ড্রোন হামলার ঘটনাও ঘটে। এর মধ্যে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সে ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ দিনই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পিএসএলে পেশোয়ার–করাচি ম্যাচ হওয়ার কথা ছিল।
স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয়। আজ সকালে জানানো হয়, এবারের আসরে পিএসএলের আর কোনো ম্যাচে পাকিস্তানে হবে না। বাকি আট ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও রাতে আরেক সংবাদবিজ্ঞপ্তিতে পিএসএল স্থগিতের খবরই দেওয়া হয়েছে।
এর মধ্যেই বৃহস্পতিবার রাতে ধর্মশালায় আইপিএলের পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালস ম্যাচ নিরাপত্তার কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে হামলা করেছে বলে জানায় ভারত।
শুক্রবার বিকেলে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, আইপিএলের চলমান আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বিদেশি খেলোয়াড়দের যত দ্রুত সম্ভব নিজ নিজ দেশে ফেরত পাঠানোরও উদ্যোগ নিয়েছে ভারতের বোর্ড।
দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা বন্ধের পর (পিএসএল আনুষ্ঠানিক স্থগিতের আগে) আফ্রিদি এক্স পোস্টে বিষয়টি তুলে ধরে লিখেছেন, ‘খেলাধুলা সীমান্ত, ধর্ম আর রাজনীতির ঊর্ধ্বে। আজ তা আঘাতের মুখে—পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে দুবাইয়ে, আইপিএল স্থগিত আর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে ভারতীয় ড্রোন হামলা। একসময় ক্রিকেট আমাদের একত্র করেছিল। আজ তা সংঘাতের আঘাতে রক্তাক্ত।’
পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আবার মাঠে খেলা ফিরুক, এই প্রত্যাশা জানিয়ে আফ্রিদি লিখেছেন, ‘স্টাম্পগুলো আবার দাঁড়াক। শুধু খেলার জন্য নয়, শান্তির জন্য।’
বর্তমানে ভারতে শহীদ আফ্রিদির এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। গত সপ্তাহে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারেরসামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে রাখা হয়েছে, এরমধ্যে বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের পাশাপাশি শহীদ আফ্রিদিও আছেন। ভারত থেকে তাদের অ্যাকাউন্টে প্রবেশ করলে ‘এই অ্যাকাউন্ট বর্তমানে ভারতে প্রবেশযোগ্য নয়। এটি একটি আইনি অনুরোধ মেনে কনটেন্টটি সীমিত করার কারণে হয়েছে।’
বিডি প্রতিদিন/নাজিম