রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। সর্বক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতে এ সরকার নতুন নতুন ইস্যু তৈরি করছে। মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের অংশগ্রহণ নিয়ে কথা বলছে। কারণ তাদের এসব করা ছাড়া আর কিছু নেই। আসলে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস   করে না।  গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির (জাফর) সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও এ এস এম শামীমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এনপিপি চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

বিএনপি মহাসচিব বলেন, দেশে একটা ছদ্মবেশী বাকশাল চলছে। সরকার আসল ইস্যু থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে নিতে চায়। পত্রপত্রিকাগুলোও এখন সেই লাইনেই চলছে। যা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না, ‘পরীমণি’, ‘তমুক মণি’- এসব নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে।

জায়মা এলে সরকার পালানোর পথ পাবে না : ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে ঢাকায় পাঠানো হোক। তাকে ঢাকায় পাঠালে সে হবে বেগম খালেদা জিয়ার রিয়্যাল প্রতিভূ। দেখবেন জনগণ তাকে (জায়মা) নিয়ে হুড়মুড় করে পড়বে। এ সরকার তখন পালানোর পথ পাবে না। প্রয়াত কাজী জাফর আহমদের স্মৃতিচারণা করে মোস্তফা জামাল হায়দার বলেন, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে কাজী জাফরের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে।

সর্বশেষ খবর