বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জনগণের সম্মতিতেই সরকার গঠিত হবে

নিজস্ব প্রতিবেদক

জনগণের সম্মতিতেই সরকার গঠিত হবে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ। তাদের সম্মতির ভিত্তিতেই সরকার গঠিত হবে। জনগণের সম্মতি ছাড়া সরকারের বৈধতার আর কোনো উৎস নেই। ক্ষমতা চিরস্থায়ী নয়-ইতিহাসের এ শিক্ষার ওপরই আমাদের সবাইকে আস্থা স্থাপন করতে হবে। অন্যথায় রাষ্ট্র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চরম ঝুঁকিতে পড়বে, যা কোনো মহলেরই কাম্য হতে পারে না। গতকাল জেএসডি ময়মনসিংহ বিভাগের সমন্বয় কমিটির সভায় (ভার্চুয়াল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেএসডি ময়মনসিংহ বিভাগের সমন্বয় কমিটির সমন্বয়ক ও সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অধ্যাপক আমির উদ্দিন, ব্যারিস্টার ফারাহ খান, অ্যাডভোকেট তাজ উদ্দিন সবুজ, হাসিনা রওনক প্রমুখ। সভায় জেএসডির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সাহা পঞ্চুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ভোটের মর্যাদা রক্ষার জন্য যে দেশের জনগণ সশস্ত্র মুক্তিসংগ্রামের সূচনা করেছিল সেই দেশের জনগণ নির্বাচনবিহীন একটা ব্যবস্থা দিনের পর দিন মেনে নেবে না। এটা আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় লজ্জাজনক ঘটনা।

সর্বশেষ খবর