তালেবান কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। গত বুধবার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে তার সরকারের আকস্মিক পতনের জন্য ক্ষমা চাইলেও নিজের সঙ্গে কোটি কোটি ডলার নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। সূত্র : রয়টার্স। আশরাফ গনি বলেন, কাবুল ত্যাগ করা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু বন্দুকগুলোকে নীরব রাখা এবং কাবুলকে ও তার ৬০ লাখ নাগরিককে রক্ষা করার এটিই একমাত্র পথ ছিল বলে আমি বিশ্বাস করি। উল্লেখ্য, দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই সংযুক্ত আরব আমিরাত থেকে যে বার্তা পাঠিয়েছিলেন গনি এ বিবৃতিতেও মোটামুটি ওই কথাই প্রতিধ্বনিত হয়েছে। ওই বার্তা পাঠানোর পর মিত্ররা তাকে বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেছিল। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তিনি সঙ্গে নগদ কোটি কোটি ডলার নিয়ে গেছেন, এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করে এগুলোকে ‘সম্পূর্ণ ও সুনিশ্চিতভাবে মিথ্যা’ বলে অভিহিত করেছেন তিনি। গনি বলেন, দুর্নীতি প্লেগের মতো যা কয়েক দশক ধরে আমাদের দেশকে পঙ্গু করে রেখেছে। প্রেসিডেন্ট হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমার প্রচেষ্টার একটি কেন্দ্রীয় অংশ ছিল। তিনি ও তার লেবাননি বংশোদ্ভূত স্ত্রী ‘ব্যক্তিগত আর্থিক বিষয়েও অত্যন্ত সতর্ক’ ছিলেন বলে দাবি করেছেন। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে তাদের দেশে চলা যুদ্ধের মধ্যে আফগানরা যে ত্যাগ স্বীকার করেছেন তার জন্য তাদের প্রশংসা করেছেন তিনি। গনি বলেন, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত না করে আমার নিজের অধ্যায় পূর্বসূরিদের মতোই শোচনীয়ভাবে শেষ হওয়া অত্যন্ত দুঃখজনক। আমি এটি অন্যভাবে শেষ করতে পারিনি বলে আফগান জনগণের কাছে ক্ষমাপ্রার্থী।
শিরোনাম
- আবারও রিমান্ডে সাবেক এমপি জাফর আলম
- হরমুজ প্রণালিতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান: দাবি যুক্তরাষ্ট্রের
- রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ
- হজ পালন শেষে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
- জুলাই আন্দোলনে ৬ বছরের শিশুর মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০৯
- ব্রহ্মপুত্রে নৌকা ডুবি: ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
- ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬