তালেবান কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। গত বুধবার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে তার সরকারের আকস্মিক পতনের জন্য ক্ষমা চাইলেও নিজের সঙ্গে কোটি কোটি ডলার নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। সূত্র : রয়টার্স। আশরাফ গনি বলেন, কাবুল ত্যাগ করা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু বন্দুকগুলোকে নীরব রাখা এবং কাবুলকে ও তার ৬০ লাখ নাগরিককে রক্ষা করার এটিই একমাত্র পথ ছিল বলে আমি বিশ্বাস করি। উল্লেখ্য, দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই সংযুক্ত আরব আমিরাত থেকে যে বার্তা পাঠিয়েছিলেন গনি এ বিবৃতিতেও মোটামুটি ওই কথাই প্রতিধ্বনিত হয়েছে। ওই বার্তা পাঠানোর পর মিত্ররা তাকে বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেছিল। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তিনি সঙ্গে নগদ কোটি কোটি ডলার নিয়ে গেছেন, এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করে এগুলোকে ‘সম্পূর্ণ ও সুনিশ্চিতভাবে মিথ্যা’ বলে অভিহিত করেছেন তিনি। গনি বলেন, দুর্নীতি প্লেগের মতো যা কয়েক দশক ধরে আমাদের দেশকে পঙ্গু করে রেখেছে। প্রেসিডেন্ট হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমার প্রচেষ্টার একটি কেন্দ্রীয় অংশ ছিল। তিনি ও তার লেবাননি বংশোদ্ভূত স্ত্রী ‘ব্যক্তিগত আর্থিক বিষয়েও অত্যন্ত সতর্ক’ ছিলেন বলে দাবি করেছেন। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে তাদের দেশে চলা যুদ্ধের মধ্যে আফগানরা যে ত্যাগ স্বীকার করেছেন তার জন্য তাদের প্রশংসা করেছেন তিনি। গনি বলেন, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত না করে আমার নিজের অধ্যায় পূর্বসূরিদের মতোই শোচনীয়ভাবে শেষ হওয়া অত্যন্ত দুঃখজনক। আমি এটি অন্যভাবে শেষ করতে পারিনি বলে আফগান জনগণের কাছে ক্ষমাপ্রার্থী।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
পালানোর জন্য চাইলেন ক্ষমা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর