বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দু-তিন মাসে স্বাভাবিক অবস্থায় রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

দু-তিন মাসে স্বাভাবিক অবস্থায় রেমিট্যান্স

আগামী দু-তিন মাসের মধ্যে রেমিট্যান্স প্রবৃদ্ধি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল ভার্চুয়ালি তার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ আশার কথা শোনান। অর্থমন্ত্রী বলেন,       তিন মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে। ধীরে ধীরে ঠিক হবে, বাড়বে। গত বছর প্রায় ২৫ বিলিয়ন ডলার  রেমিট্যান্স এসেছিল। এখনো যে গতিতে আসছে সেই গতি থাকলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে, ২২ বিলিয়ন ডলারের কম নয়। মূল কারণ হচ্ছে বিদেশে যেসব প্রবাসী আছেন, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স আসে তাদের কাছ থেকেই। আগে যে সংখ্যায় আমাদের লোকেরা বিদেশে ছিলেন এখন সেই পরিমাণ নেই। তবে যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয় দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মুস্তফা কামাল আরও বলেন, আগে যে পরিমাণ জনবল বিদেশে ছিল সে পরিমাণ হওয়ার পরও রেমিট্যান্স কম এলে বুঝতে হবে অন্য কোনো কারণ থাকতে পারে। পুরনো কাপড় আমদানি বন্ধ করা নিয়ে প্রস্তাব ছিল। মানুষের ক্রয়ক্ষমতা কমে  গেছে। সেটা বন্ধ হবে না। প্রসঙ্গ এলএনজি : এর আগে গত ২২ সেপ্টেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সে সময় প্রতি এমএমবিটিইউর দাম ছিল ২৯ দশমিক ৮৯২১ মার্কিন ডলার। মাত্র ১৪ দিনের ব্যবধানে স্পট মার্কেট থেকে আরও ২টি প্রস্তাবের প্রতিটিতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ করে মোট ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ এলএনজি গ্যাস আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবে প্রতি ইউনিটের দাম পড়বে ৩৫ দশমিক ৮৯ ডলার এবং অন্যটির প্রতি ইউনিটের দাম পড়বে ৩৬ দশমিক ৯৫ ডলার।  অর্থাৎ প্রতি ইউনিটে গড়ে ৬ ডলারের বেশি ব্যয় হবে। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত দাম ওঠানামা করে। এ কারণে দাম কিছুটা বেড়েছে।

আগামী ডিসেম্বর পর্যন্ত আমাদের আর এলএনজি আমদানি করতে হবে না। আন্তর্জাতিক বাজারে আরও দাম বৃদ্ধির আশঙ্কা থাকায় আমরা আগাম কিনে রাখছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর