রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নির্বাচনী নাটকে সরকারের তথাকথিত গর্ব শেষ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী নাটকে সরকারের তথাকথিত গর্ব শেষ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচনবিহীন ভয়ংকর সংস্কৃতি সরকারের তথাকথিত গর্ব শেষ করে দিয়েছে। সরকারের সফলতা ইতিহাসে মূল্যায়িত হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিবেচনায়, অপচয়প্রবণ মেগা প্রজেক্টের বিবেচনায় নয়। ইতিহাসের ন্যূনতম শিক্ষা সরকার  গ্রহণ করতে অক্ষম। গতকাল রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে ঢাকা মহানগর জেএসডির সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আ স ম আবদুর রব এ কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেএসডির স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেন, কর্তৃত্ববাদী অপশাসনের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সাংবাদিকদের সাহসী ভূমিকায় এ বছর শান্তিতে নোবেল প্রাপ্তি মুক্তিকামী মানুষকে প্রেরণা জোগাবে। ঢাকা মহানগর জেএসডির সমন্বয় কমিটির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগরের সমন্বয়ক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।

সর্বশেষ খবর