বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার হয় ব্যর্থতা স্বীকার করবে, তা না হলে আমরা মনে করি কুমিল্লার ঘটনায় সরকার ইন্ধনদাতাদের একজন। তাদের পৃষ্ঠপোষকতায় এ হামলা ঘটেছে। তিনি বলেন, কুমিল্লায় কিছু অপরিচিত যুবক বাড়িঘর, মন্দিরে হামলা-লুটপাট চালায়। অথচ পুলিশ মামলা দিচ্ছে বিএনপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে। জামায়াতকে দিনে দেখা যায় না, রাতেও দেখা যায় না। তারা কীভাবে হামলা-ভাঙচুর করতে পারে। হিন্দু-মুসলমানকে পারস্পরিক মুখোমুখি দাঁড় করাতে এটা সরকারের ষড়যন্ত্র। যদি তাই না হতো তাহলে ইন্ধনদাতাদের কেন সরকার গ্রেফতার করছে না?
গতকাল কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় ক্ষতিগ্রস্ত নগরীর কাপড়িয়াপট্টি চাঁন্দময়ী রক্ষা কালীমন্দির পরিদর্শনে এসে এসব কথা বলেন। এরপর তিনি চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায় ক্ষতিগ্রস্ত পূজামন্ডপ, মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, আমিন-উর-রশিদ ইয়াছিন, ফরিদ উদ্দিন আহমেদ মানিক, ইঞ্জিনিয়ার মমিনুল হক, দেবাশীষ রায় মধু, অমলেন্দু দাস অপু প্রমুখ।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        