হারের বৃত্ত ভাঙতেই পারছে না বাংলাদেশ। টানা ৭ ম্যাচ হেরেছে টি-২০ ক্রিকেটে। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা ৫ হার। এবার ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই হেরেছে। ১১ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাবর আজমের পাকিস্তান। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ হারের জন্য, শেষ সময়ে বাজে ব্যাটিংকে দোষারোপ করেছেন। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ। প্রথম ম্যাচে টাইগাররা হেরেছিল ৪ উইকেটে। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া মাহমুদুল্লাহ বাহিনী কি পারবে হোয়াইট ওয়াশ এড়াতে? শীতকাল। দিনভর কুয়াশা ঝরছে। রাতে কুয়াশায় বোলিং ও ব্যাটিং করতে সমস্যা বলে রাতে খেলা হচ্ছে না। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করে। কিন্তু দুই ওপেনার নাঈম শেখ ও সাইফ হাসান আগের ম্যাচের মতোই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দুজনে গতকাল দুই ওভারেই ফিরেছেন। প্রথম ওভারে সাইফ ও দ্বিতীয় ওভারে নাঈম ফিরেন সাজঘরে। ৫ রানে দুই ওপেনারের বিদায়ের পর ধাক্কা সামলান তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব। কিন্তু তাদের বিদায়ের পর বাংলাদেশের স্কোর বড় হতে পারেনি। সফরকারী বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ৪০ রান করেন শান্ত ৩৪ বলে ৫ চারে। আফিফ ২১ বলে ২০ রান করেন ১ ছক্কা ও ১ চারে। বাংলাদেশের ইনিংসে এটাই একমাত্র ছক্কা। ১০৯ রানের টার্গেটে পাকিস্তান ১১ বল আগেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাট করা ফখর জামান ৫৭ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা হন। ৫১ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। দলীয় ১২ রানে অধিনায়ক বাবরের বিদায়ের পর দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও ফখর যোগ করেন ৭৫ রান। রিজওয়ান ৩৯ রান করেন ৪৫ বলে ৪ চারে। ১টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লবে। অথচ বলে দুটি সহজ ক্যাচ ছাড়েন সাইফ ও তাসকিন।
শিরোনাম
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
যাচ্ছেতাই খেলে সিরিজ হারল টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর