হারের বৃত্ত ভাঙতেই পারছে না বাংলাদেশ। টানা ৭ ম্যাচ হেরেছে টি-২০ ক্রিকেটে। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা ৫ হার। এবার ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই হেরেছে। ১১ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাবর আজমের পাকিস্তান। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ হারের জন্য, শেষ সময়ে বাজে ব্যাটিংকে দোষারোপ করেছেন। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ। প্রথম ম্যাচে টাইগাররা হেরেছিল ৪ উইকেটে। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া মাহমুদুল্লাহ বাহিনী কি পারবে হোয়াইট ওয়াশ এড়াতে? শীতকাল। দিনভর কুয়াশা ঝরছে। রাতে কুয়াশায় বোলিং ও ব্যাটিং করতে সমস্যা বলে রাতে খেলা হচ্ছে না। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করে। কিন্তু দুই ওপেনার নাঈম শেখ ও সাইফ হাসান আগের ম্যাচের মতোই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দুজনে গতকাল দুই ওভারেই ফিরেছেন। প্রথম ওভারে সাইফ ও দ্বিতীয় ওভারে নাঈম ফিরেন সাজঘরে। ৫ রানে দুই ওপেনারের বিদায়ের পর ধাক্কা সামলান তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব। কিন্তু তাদের বিদায়ের পর বাংলাদেশের স্কোর বড় হতে পারেনি। সফরকারী বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ৪০ রান করেন শান্ত ৩৪ বলে ৫ চারে। আফিফ ২১ বলে ২০ রান করেন ১ ছক্কা ও ১ চারে। বাংলাদেশের ইনিংসে এটাই একমাত্র ছক্কা। ১০৯ রানের টার্গেটে পাকিস্তান ১১ বল আগেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাট করা ফখর জামান ৫৭ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা হন। ৫১ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। দলীয় ১২ রানে অধিনায়ক বাবরের বিদায়ের পর দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও ফখর যোগ করেন ৭৫ রান। রিজওয়ান ৩৯ রান করেন ৪৫ বলে ৪ চারে। ১টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লবে। অথচ বলে দুটি সহজ ক্যাচ ছাড়েন সাইফ ও তাসকিন।
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
- মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক
- দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি বরং উন্নতি হয়েছে : অর্থ উপদেষ্টা
- ‘রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে ফ্যাসিবাদীরা এ দেশের রাজনীতিতে স্থান পাবে না’
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেমিনার
- বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: খোকন