হারের বৃত্ত ভাঙতেই পারছে না বাংলাদেশ। টানা ৭ ম্যাচ হেরেছে টি-২০ ক্রিকেটে। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা ৫ হার। এবার ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই হেরেছে। ১১ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাবর আজমের পাকিস্তান। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ হারের জন্য, শেষ সময়ে বাজে ব্যাটিংকে দোষারোপ করেছেন। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ। প্রথম ম্যাচে টাইগাররা হেরেছিল ৪ উইকেটে। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া মাহমুদুল্লাহ বাহিনী কি পারবে হোয়াইট ওয়াশ এড়াতে? শীতকাল। দিনভর কুয়াশা ঝরছে। রাতে কুয়াশায় বোলিং ও ব্যাটিং করতে সমস্যা বলে রাতে খেলা হচ্ছে না। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করে। কিন্তু দুই ওপেনার নাঈম শেখ ও সাইফ হাসান আগের ম্যাচের মতোই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দুজনে গতকাল দুই ওভারেই ফিরেছেন। প্রথম ওভারে সাইফ ও দ্বিতীয় ওভারে নাঈম ফিরেন সাজঘরে। ৫ রানে দুই ওপেনারের বিদায়ের পর ধাক্কা সামলান তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব। কিন্তু তাদের বিদায়ের পর বাংলাদেশের স্কোর বড় হতে পারেনি। সফরকারী বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ৪০ রান করেন শান্ত ৩৪ বলে ৫ চারে। আফিফ ২১ বলে ২০ রান করেন ১ ছক্কা ও ১ চারে। বাংলাদেশের ইনিংসে এটাই একমাত্র ছক্কা। ১০৯ রানের টার্গেটে পাকিস্তান ১১ বল আগেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাট করা ফখর জামান ৫৭ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা হন। ৫১ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। দলীয় ১২ রানে অধিনায়ক বাবরের বিদায়ের পর দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও ফখর যোগ করেন ৭৫ রান। রিজওয়ান ৩৯ রান করেন ৪৫ বলে ৪ চারে। ১টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লবে। অথচ বলে দুটি সহজ ক্যাচ ছাড়েন সাইফ ও তাসকিন।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে