শিরোনাম
শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আলেশা মার্টের দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট তাদের দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বলছে, পর্যাপ্ত নিরাপত্তার অভাবে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার পর আলেশা মার্টের ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়েছে- অনাকাক্সিক্ষত ও নিরাপত্তার কারণবশত আলেশা মার্টের সব অফিশিয়াল কার্যক্রম গতকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তারা ঘোষণায় বলেছে- বুধবার তাদের অফিসে কতিপয় লোক দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলা এবং বলপ্রয়োগের চেষ্টার কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বলপ্রয়োগকারীরা তাদের কাস্টমার নয়, তাদের পেমেন্ট শিডিউল ছিল না। এমনকি এসএমএস পায়নি। পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার পরই পুনরায় তাদের কার্যক্রম শুরু হবে। আলেশা মার্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুর আলম শিকদার গতকাল দুপুর ১টায় ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমাদের অনেক ধরনের ব্যর্থতা আছে, কিন্তু সেটাকে ওভারকাম করতে হবে। একটা ভুল করেছি, এখন সেটাকে শোধরানোর চেষ্টা করছি। সেই শোধরানোর সুযোগ কেন আমাদের দেওয়া হবে না? যতই ষড়যন্ত্র হোক আমাদের ফুল অপারেশন চলবে। যদি অফিস বন্ধ থাকে তবু কোনো কার্যক্রম আমরা বন্ধ রাখব না। আমাদের লোকজন আপনাদের বাসায় যাবে। আপনাদের এসএমএস দেবে এবং প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে।’

সর্বশেষ খবর