ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট তাদের দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বলছে, পর্যাপ্ত নিরাপত্তার অভাবে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার পর আলেশা মার্টের ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়েছে- অনাকাক্সিক্ষত ও নিরাপত্তার কারণবশত আলেশা মার্টের সব অফিশিয়াল কার্যক্রম গতকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তারা ঘোষণায় বলেছে- বুধবার তাদের অফিসে কতিপয় লোক দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলা এবং বলপ্রয়োগের চেষ্টার কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বলপ্রয়োগকারীরা তাদের কাস্টমার নয়, তাদের পেমেন্ট শিডিউল ছিল না। এমনকি এসএমএস পায়নি। পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার পরই পুনরায় তাদের কার্যক্রম শুরু হবে। আলেশা মার্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুর আলম শিকদার গতকাল দুপুর ১টায় ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমাদের অনেক ধরনের ব্যর্থতা আছে, কিন্তু সেটাকে ওভারকাম করতে হবে। একটা ভুল করেছি, এখন সেটাকে শোধরানোর চেষ্টা করছি। সেই শোধরানোর সুযোগ কেন আমাদের দেওয়া হবে না? যতই ষড়যন্ত্র হোক আমাদের ফুল অপারেশন চলবে। যদি অফিস বন্ধ থাকে তবু কোনো কার্যক্রম আমরা বন্ধ রাখব না। আমাদের লোকজন আপনাদের বাসায় যাবে। আপনাদের এসএমএস দেবে এবং প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে।’
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
আলেশা মার্টের দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর