বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্য নিয়ে ব্যবসা ঘৃণ্য অপরাধ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য নিয়ে ব্যবসা ঘৃণ্য অপরাধ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসেবা নিয়ে ব্যবসা অত্যন্ত ঘৃণ্য অপরাধ। গতকাল দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট অনুমোদন না পাওয়ার বিষয় উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজনও সায়েন্স (বিজ্ঞান) পড়েননি। মন্ত্রী সাহেবও বিজ্ঞান বোঝেন না। সেক্রেটারি সাহেবও কোনো দিন বিজ্ঞান পড়েছেন কি না জানি না। অথবা এখানে লেনদেনের সুবিধা নেই বলে তাদের সময় নেই। তাদের উৎসাহ দ্বিগুণ দামে ভ্যাকসিন কিনতে। প্রায় ১৪ ডলার দিয়ে তারা ভ্যাকসিন কিনেছেন প্লেনের ভাড়া ছাড়াই।’ তিনি আরও বলেন, ‘আমাদের (গণস্বাস্থ্য কেন্দ্র) একটাই অপরাধ- আমরা কিট নিয়ে ব্যবসা করতে চাইনি। মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ব্যবসা অত্যন্ত ঘৃণ্য অপরাধ বলে আমি মনে করি। এর বিচার একদিন হবে। খালেদা জিয়াকে জেলে রাখার থেকেও স্বাস্থ্য নিয়ে ব্যবসা খারাপ অপরাধ। বর্তমান সময়ে মেডিক্যাল পলিটিক্সটাকে আরও ভালোভাবে বোঝা দরকার।’

সেমিনারে আরও বক্তব্য দেন গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল, বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

সর্বশেষ খবর