রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর

নিজস্ব প্রতিবেদক

তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যোগ্য কারিগর। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে উন্নত ও সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে হবে। গতকাল রাজধানীর হলিক্রস কলেজ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাপতিত্ব করেন হলিক্রস কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির প্রাক্তন সভাপতি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী, এরিয়া অব এশিয়ার কো-অর্ডিনেটর সিস্টার ভায়োলেট রড্রিক্স, কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গমেজ।

সর্বশেষ খবর