নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে একই পরিবারের চারজনসহ অন্তত ৯ জন নিখোঁজ হয়েছেন। ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নদীতে ট্রলারকে ধাক্কা দেওয়ার অভিযোগে ‘এমভি ফারহান-৬’ নামের লঞ্চটি আটক করেছে নৌ-পুলিশ। গতকাল সন্ধ্যায় ঢাকার কালীগঞ্জ এলাকায় লঞ্চটির নিজস্ব ডকইয়ার্ড থেকে জব্ধ করা হয়েছে। এ সময় ‘লঞ্চের ড্রাইভার, মাস্টারসহ চারজনকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় ৩০-৪০ জন যাত্রী নিয়ে বক্তাবলী ঘাট থেকে ধর্মগঞ্জ চতলার মাঠ ঘাটে আসছিল। অপর দিকে একটি যাত্রীবাহী লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ধর্মগঞ্জ চতলার মাঠ গুদারাঘাট বরাবর নদীতে লঞ্চ ও ট্রলারে সংঘর্ষ বাধে। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ৩৫/৪০ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন। নৌ পুলিশের তালিকা মতে নিখোঁজ জাসমিন, তামিম (৮), তাসলিমা (১৫) ও তাসফিয়া একই পরিবারের। অন্যান্যরা হচ্ছেন মোতালিব, আবদুল্লাহ, আওলাদ, শওকত ও খবির। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, ফতুল্লা থানা পুলিশ, কোস্টগার্ড ও ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে। ট্রলারডুবির খবর পেয়ে নিখোঁজদের পরিবার ও স্বজনরা নদীর দুই পাড়ে ভিড় করেন। তাদের আহাজারিতে নদীর পাড়ে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিখোঁজদের মধ্যে কলেজছাত্র মোয়াজ্জেম ও কয়েকটি শিশু রয়েছে বলে স্বজন ও প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদাউস বলেন, ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও নদীর পানি কালো হওয়ায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবারও উদ্ধার করা শুরু হবে।
শিরোনাম
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ৯
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর