নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে একই পরিবারের চারজনসহ অন্তত ৯ জন নিখোঁজ হয়েছেন। ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নদীতে ট্রলারকে ধাক্কা দেওয়ার অভিযোগে ‘এমভি ফারহান-৬’ নামের লঞ্চটি আটক করেছে নৌ-পুলিশ। গতকাল সন্ধ্যায় ঢাকার কালীগঞ্জ এলাকায় লঞ্চটির নিজস্ব ডকইয়ার্ড থেকে জব্ধ করা হয়েছে। এ সময় ‘লঞ্চের ড্রাইভার, মাস্টারসহ চারজনকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় ৩০-৪০ জন যাত্রী নিয়ে বক্তাবলী ঘাট থেকে ধর্মগঞ্জ চতলার মাঠ ঘাটে আসছিল। অপর দিকে একটি যাত্রীবাহী লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ধর্মগঞ্জ চতলার মাঠ গুদারাঘাট বরাবর নদীতে লঞ্চ ও ট্রলারে সংঘর্ষ বাধে। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ৩৫/৪০ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন। নৌ পুলিশের তালিকা মতে নিখোঁজ জাসমিন, তামিম (৮), তাসলিমা (১৫) ও তাসফিয়া একই পরিবারের। অন্যান্যরা হচ্ছেন মোতালিব, আবদুল্লাহ, আওলাদ, শওকত ও খবির। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, ফতুল্লা থানা পুলিশ, কোস্টগার্ড ও ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে। ট্রলারডুবির খবর পেয়ে নিখোঁজদের পরিবার ও স্বজনরা নদীর দুই পাড়ে ভিড় করেন। তাদের আহাজারিতে নদীর পাড়ে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিখোঁজদের মধ্যে কলেজছাত্র মোয়াজ্জেম ও কয়েকটি শিশু রয়েছে বলে স্বজন ও প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদাউস বলেন, ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও নদীর পানি কালো হওয়ায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবারও উদ্ধার করা শুরু হবে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ৯
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর