নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে একই পরিবারের চারজনসহ অন্তত ৯ জন নিখোঁজ হয়েছেন। ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নদীতে ট্রলারকে ধাক্কা দেওয়ার অভিযোগে ‘এমভি ফারহান-৬’ নামের লঞ্চটি আটক করেছে নৌ-পুলিশ। গতকাল সন্ধ্যায় ঢাকার কালীগঞ্জ এলাকায় লঞ্চটির নিজস্ব ডকইয়ার্ড থেকে জব্ধ করা হয়েছে। এ সময় ‘লঞ্চের ড্রাইভার, মাস্টারসহ চারজনকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় ৩০-৪০ জন যাত্রী নিয়ে বক্তাবলী ঘাট থেকে ধর্মগঞ্জ চতলার মাঠ ঘাটে আসছিল। অপর দিকে একটি যাত্রীবাহী লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ধর্মগঞ্জ চতলার মাঠ গুদারাঘাট বরাবর নদীতে লঞ্চ ও ট্রলারে সংঘর্ষ বাধে। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ৩৫/৪০ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন। নৌ পুলিশের তালিকা মতে নিখোঁজ জাসমিন, তামিম (৮), তাসলিমা (১৫) ও তাসফিয়া একই পরিবারের। অন্যান্যরা হচ্ছেন মোতালিব, আবদুল্লাহ, আওলাদ, শওকত ও খবির। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, ফতুল্লা থানা পুলিশ, কোস্টগার্ড ও ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে। ট্রলারডুবির খবর পেয়ে নিখোঁজদের পরিবার ও স্বজনরা নদীর দুই পাড়ে ভিড় করেন। তাদের আহাজারিতে নদীর পাড়ে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিখোঁজদের মধ্যে কলেজছাত্র মোয়াজ্জেম ও কয়েকটি শিশু রয়েছে বলে স্বজন ও প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদাউস বলেন, ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও নদীর পানি কালো হওয়ায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবারও উদ্ধার করা শুরু হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ