নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে বারবার অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেই। নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে বসে নির্বাচন পরিচালনা করারও হুমকি দিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তৈমূর। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় নিজের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামালের বাড়িতে সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকার এসব কথা বলেন। তৈমূর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর এলাকায় ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে গণসযোগ করেন তৈমূর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত রাত (সোমবার) থেকে আমার সমর্থক ৩৭ নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। আমি এসপি সাহেবকে জানালাম নানক সাহেব ঘুঘুর ফাঁদ দেখানো শুরু করেছেন।’ তৈমূর আলম খন্দকার বলেন, ‘মনিরুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জে আমার নির্বাচন সমন্বয়ক। তাকে আগে গ্রেফতার করা হয়নি। আমি যেদিন মনোনয়নপত্র কিনেছিলাম সেদিন তিনি পাশে ছিলেন। যেদিন জমা দিই সেদিন পাশে ছিলেন। মার্কা যেদিন পেলাম সেদিনও ছিলেন। তখন তাকে গ্রেফতার করা হয়নি। এখন কেন হলো?’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঘুঘুর ফাঁদ দেখানোর কথা বলার ২৪ ঘণ্টার মধ্যেই নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা শুরু হয়েছে।
শিরোনাম
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
তৈমূর আলম খন্দকার
প্রয়োজনে এসপি অফিসের সামনে বসে নির্বাচন
নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর