নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে বারবার অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেই। নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে বসে নির্বাচন পরিচালনা করারও হুমকি দিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তৈমূর। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় নিজের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামালের বাড়িতে সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকার এসব কথা বলেন। তৈমূর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর এলাকায় ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে গণসযোগ করেন তৈমূর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত রাত (সোমবার) থেকে আমার সমর্থক ৩৭ নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। আমি এসপি সাহেবকে জানালাম নানক সাহেব ঘুঘুর ফাঁদ দেখানো শুরু করেছেন।’ তৈমূর আলম খন্দকার বলেন, ‘মনিরুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জে আমার নির্বাচন সমন্বয়ক। তাকে আগে গ্রেফতার করা হয়নি। আমি যেদিন মনোনয়নপত্র কিনেছিলাম সেদিন তিনি পাশে ছিলেন। যেদিন জমা দিই সেদিন পাশে ছিলেন। মার্কা যেদিন পেলাম সেদিনও ছিলেন। তখন তাকে গ্রেফতার করা হয়নি। এখন কেন হলো?’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঘুঘুর ফাঁদ দেখানোর কথা বলার ২৪ ঘণ্টার মধ্যেই নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা শুরু হয়েছে।
শিরোনাম
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা