সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিশ্ববিবেক বিভ্রান্ত করতে চাইছে সরকার

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিবেক বিভ্রান্ত করতে চাইছে সরকার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পুলিশ দিয়ে ‘মিথ্যা বিবৃতিতে সই নিয়ে’ সরকার ‘বিশ্ববিবেক বিভ্রান্ত’ করার চেষ্টা করছে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে পুলিশ পাঠানো হচ্ছে। সেখানে পুলিশের তৈরি জবানবন্দিতে জোর করে স্বাক্ষর নেওয়া হচ্ছে। বলা হচ্ছে- আমার ছেলে বা আমার স্বামী সে নিজে নিজেই হারিয়ে গেছে। পুলিশ এই কথা লিখে নিয়ে যাচ্ছে আর সেই জবানবন্দিতে সই করতে বলছে। যাতে বিশ্বকে দেখানো যায়, যারা গুম হয়েছে- তারা নিজে নিজে হারিয়ে গেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামের মুক্তির দাবিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটাব) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ইউটাবের প্রেসিডেন্ট অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খানের পরিচালনায় মানববন্ধনে চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক শামসুল আলম, কামরুল আহসান, অধ্যাপক মতিনুর রহমান, অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, আনিসুর রহমান, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর