জ্বালানি, টেলিযোগাযোগ, প্রযুক্তিসহ নানা খাতে বিনিয়োগের পর পরিবেশবান্ধব শিল্পায়নে নজর দিয়েছেন ভারত ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। এবার গুজরাট রাজ্যে একটি পরিবেশবান্ধব প্রকল্পে ৫ লাখ ৯০ হাজার কোটি রুপি (বাংলাদেশের প্রায় ৭ লাখ কোটি টাকা বা ৮ হাজার কোটি মার্কিন ডলার) বিনিয়োগ করবে এ ধনকুবেরের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সূত্র : ফোর্বস, এনডিটিভি। খবরে বলা হয়, এ বিনিয়োগ বাংলাদেশের চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৮৫ হাজার কোটি টাকা বেশি। বাংলাদেশের চলতি বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। নতুন বিনিয়োগের লক্ষ্যে গত বৃহস্পতিবার গুজরাট রাজ্য সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এ বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্যটি ২০৩৫ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জন করবে। রিলায়েন্স জানিয়েছে, নতুন বিনিয়োগের মাধ্যমে গুজরাটে ১০ থেকে ১৫ বছরের মধ্যে একটি ১০০ গিগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র এবং সবুজ হাইড্রোজেন ইকোসিস্টেম তৈরি করা হবে।
পাশাপাশি এ প্রকল্পের মাধ্যমে রাজ্যটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পটি রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গ্রহণে উৎসাহিত করার ক্ষেত্রে একটি ইকোসিস্টেম বা আন্তসংযোগ গড়ে তুলবে। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুসারে, মুকেশ আম্বানির সম্পদের বর্তমান মূল্য ৯ হাজার ২৯০ কোটি ডলার। বদৌলতে তিনি ভারত ও এশিয়ার এক নম্বর এবং বিশ্বের ১১তম শীর্ষ ধনী। আর গত ২০২১ সালে ফোর্বসের প্রকাশিত ‘বিশ্বের বৃহত্তম কোম্পানি’ শীর্ষক তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৭ হাজার ৩৮০ কোটি ডলার বা ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকার সম্পদমূল্য নিয়ে বিশ্বে ৫৫তম হয়েছে।