বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
নির্বাচন কমিশন গঠনে আইন নিয়ে যত কথা

প্রস্তাবিত আইন সান্ত্বনা পুরস্কার : আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত আইন সান্ত্বনা পুরস্কার : আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে সরকারের প্রস্তাবিত আইন সান্ত¡না পুরস্কার। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন প্রশ্নে প্রস্তাবিত আইন অতীতের নীলনকশার আইনি বৈধতা দেওয়া ছাড়া আর কিছু নয়। এ আইনে জনস্বার্থে বা গণতন্ত্রের আকাক্সক্ষা পূরণের নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে না। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

আ স ম আবদুর রব আরও বলেন, এখনই নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনকালীন  সরকার ব্যবস্থা অর্থাৎ জাতীয় সরকার গঠন নিয়ে জরুরি ভিত্তিতে জাতীয় ঐকমত্য স্থাপন করতে হবে। তা না হলে রাষ্ট্র ক্রমাগতভাবে সংকটগ্রস্ত হতে থাকবে।

সর্বশেষ খবর