বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চলে গেলেন মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন

সাংস্কৃতিক প্রতিবেদক

চলে গেলেন মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন

সাহিত্যাঙ্গনের মানুষকে শোকাচ্ছন্ন করে না-ফেরার দেশে পাড়ি জমালেন পাঠকসমাদৃত থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’র লেখক ও সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল ৪টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কাজী আনোয়ার হোসেন ছিলেন একাধারে লেখক, অনুবাদক, গায়ক ও প্রকাশক। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক মেয়ে, দুই ছেলে, পূত্রবধু, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কাজী আনোয়ার হোসেনের চাচাতো ভাই কাজী রওনাক হোসেন জানান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে লাশ গোসল করানোর পর রাতে বারডেমের হিমাগারে রাখা হয়েছে। আজ সকালে সেগুনবাগিচার সেবা প্রকাশনীতে লাশ আনা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর সেগুনবাগিচা জামে মসজিদে নামাজে জানাজার পর কাজী আনোয়ার হোসেনের শেষ ইচ্ছানুযায়ী বাদ আসর বনানীতে মায়ের কবরেই তাঁকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়- গত বছরের অক্টোবরে তাঁর প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালে তিনি পাঁচবার হসপিটালাইজড ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক হওয়ার ফলে ১০ জানুয়ারি থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন কাজী আনোয়ার হোসেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। তাঁর পিতা প্রখ্যাত সাহিত্যিক কাজী মোতাহার হোসেন ও মাতা সাজেদা খাতুন। তাঁর তিন বোন সন্জীদা খাতুন, ফাহমিদা খাতুন ও মাহমুদা খাতুন এখনো রবীন্দ্রসংগীতের সঙ্গে জড়িত। ১৯৬১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন। এরপর বেতারে নিয়মিত গান গাইতে থাকেন। ১৯৬২ সালে কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনকে বিয়ে করেন কাজী আনোয়ার হোসেন। ১৯৬৩ সালের মে মাসে বাবার দেওয়া ১০ হাজার টাকা ও দুজন কর্মচারী নিয়ে সেগুনবাগিচায় প্রেসের ব্যবসা শুরু করেন। পরবর্তীকালে যার নাম পাল্টে হয় ‘সেবা প্রকাশনী’। সেবা প্রকাশনীর কর্ণধার হিসেবে কাজী আনোয়ার হোসেন ষাটের দশকের মধ্যভাগে ‘মাসুদ রানা’ নামক গুপ্তচর চরিত্র সৃষ্টি করেন।

সর্বশেষ খবর