ডারবানের কিংসমিডে ধৈর্য ও আস্থার ‘প্রতীক’ হয়ে ব্যাটিং করেছেন মাহামুদুল হাসান জয়। যুব বিশ্বকাপজয়ী ওপেনার ২১ বছর বয়স্ক মাহামুদুল হাসান জয় গতকাল অপরিচিত পরিবেশ জয় করেন। খেলেন তিন অঙ্কের জাদুকরী ইনিংস। তার হাত ধরেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটার এই প্রথম সেঞ্চুরি করেন। আগের সর্বোচ্চ টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। ২০১৭ সালে পচেফস্ট্রোমে মুমিনুল খেলেছিলেন ৭৭ রানের ইনিংস। জয়ের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০ উইকেটে ২৯৮ রান। যুব বিশ্বকাপজয়ী ওপেনার জয় ব্যাট করছিলেন ১৩৭ রানে। ডান হাতি ফাস্ট বোলার খালেদ আহমেদের দুরন্ত বোলিংয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩৬৭ রানে। প্রথম দিন আলোর স্বল্পতায় পুরো খেলা হয়নি। ম্যাচের নিয়ন্ত্রণে ছিল প্রোটিয়ারা। দ্বিতীয় দিন সমানে সমান ছিল দুই দল। তবে শেষ বিকালে সাইমন হার্মারের ঘূর্ণিতে নাকাল হয়ে পড়ে বাংলাদেশ। ৯৮ রান তুলতে হারিয়ে বসে উপরের সারির ৪ ব্যাটার। তারপরও তরুণ ওপেনার জয় একাই খেলেছেন। অপরাজিত ছিলেন ৪৪ রানে। এরমধ্যে একটি ছক্কাও ছিল। নাইটওয়াচনম্যান তাসকিনকে নিয়ে দিন পার করেন দ্বিতীয় দিন। গতকাল তাসকিনকে নিয়ে শুরু করলেও ৩ রানের মধ্যে ফিরে যান তাসকিন। এরপর লিটনকে নিয়ে ৮২ রান যোগ করেন ষষ্ঠ উইকেট জুটিতে। লিটন দলীয় ১৭৯ রানে উইলিয়ামসের বলে বোল্ড হন লিটন। খেলেন ৯২ বলে ৬ চারে ৪১ রানের ইনিংস। লিটনের বিয়ের পর জয় জুটি বাঁধেন ইয়াসির আলির সঙ্গে। দুজনে ৩৩ রান যোগ করে বিচ্ছিন্ন হয় ইয়াসিরের রান আউটে। দারুণ খেলছেন ইয়াসির। অষ্টম জুটিতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫২ রান যোগ করেন জয়। মিরাজ আউট হন ব্যক্তিগত ২৯ রানে। ওপেন খেলতে নেমে দৃঢ়তার পরিচয় দিয়ে তৃতীয় টেস্ট ক্যারিয়ারে তুলে নেন প্রথম সেঞ্চুরি। চলতি জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে ৮ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে ৭৮ রানের প্রত্যয়ী ইনিংস খেলেছিলেন মাহাদমুদুল হাসান জয়। গতকাল উইকেটের একপ্রান্ত আগলে হাফসেঞ্চুরি করেন ১৭০ বলে। সেঞ্চুরি করেন ২৬৯ বলে।
শিরোনাম
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
জয়ের সেঞ্চুরিতে লড়াইয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর