ডারবানের কিংসমিডে ধৈর্য ও আস্থার ‘প্রতীক’ হয়ে ব্যাটিং করেছেন মাহামুদুল হাসান জয়। যুব বিশ্বকাপজয়ী ওপেনার ২১ বছর বয়স্ক মাহামুদুল হাসান জয় গতকাল অপরিচিত পরিবেশ জয় করেন। খেলেন তিন অঙ্কের জাদুকরী ইনিংস। তার হাত ধরেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটার এই প্রথম সেঞ্চুরি করেন। আগের সর্বোচ্চ টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। ২০১৭ সালে পচেফস্ট্রোমে মুমিনুল খেলেছিলেন ৭৭ রানের ইনিংস। জয়ের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০ উইকেটে ২৯৮ রান। যুব বিশ্বকাপজয়ী ওপেনার জয় ব্যাট করছিলেন ১৩৭ রানে। ডান হাতি ফাস্ট বোলার খালেদ আহমেদের দুরন্ত বোলিংয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩৬৭ রানে। প্রথম দিন আলোর স্বল্পতায় পুরো খেলা হয়নি। ম্যাচের নিয়ন্ত্রণে ছিল প্রোটিয়ারা। দ্বিতীয় দিন সমানে সমান ছিল দুই দল। তবে শেষ বিকালে সাইমন হার্মারের ঘূর্ণিতে নাকাল হয়ে পড়ে বাংলাদেশ। ৯৮ রান তুলতে হারিয়ে বসে উপরের সারির ৪ ব্যাটার। তারপরও তরুণ ওপেনার জয় একাই খেলেছেন। অপরাজিত ছিলেন ৪৪ রানে। এরমধ্যে একটি ছক্কাও ছিল। নাইটওয়াচনম্যান তাসকিনকে নিয়ে দিন পার করেন দ্বিতীয় দিন। গতকাল তাসকিনকে নিয়ে শুরু করলেও ৩ রানের মধ্যে ফিরে যান তাসকিন। এরপর লিটনকে নিয়ে ৮২ রান যোগ করেন ষষ্ঠ উইকেট জুটিতে। লিটন দলীয় ১৭৯ রানে উইলিয়ামসের বলে বোল্ড হন লিটন। খেলেন ৯২ বলে ৬ চারে ৪১ রানের ইনিংস। লিটনের বিয়ের পর জয় জুটি বাঁধেন ইয়াসির আলির সঙ্গে। দুজনে ৩৩ রান যোগ করে বিচ্ছিন্ন হয় ইয়াসিরের রান আউটে। দারুণ খেলছেন ইয়াসির। অষ্টম জুটিতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫২ রান যোগ করেন জয়। মিরাজ আউট হন ব্যক্তিগত ২৯ রানে। ওপেন খেলতে নেমে দৃঢ়তার পরিচয় দিয়ে তৃতীয় টেস্ট ক্যারিয়ারে তুলে নেন প্রথম সেঞ্চুরি। চলতি জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে ৮ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে ৭৮ রানের প্রত্যয়ী ইনিংস খেলেছিলেন মাহাদমুদুল হাসান জয়। গতকাল উইকেটের একপ্রান্ত আগলে হাফসেঞ্চুরি করেন ১৭০ বলে। সেঞ্চুরি করেন ২৬৯ বলে।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
জয়ের সেঞ্চুরিতে লড়াইয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর