যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলে আমরা মানবাধিকার প্রতিবেদন তৈরি করি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। তবে এই প্রতিবেদন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। সালমান ফজলুর রহমানও আশা করেন, বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে সালমান এফ রহমান বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে যুক্তরাষ্ট্র মানবাধিকারবিষয়ক যে প্রতিবেদন প্রকাশ করে তা স্থানীয়দের কাছ থেকে শুনে করা হয়। এ জন্য সব প্রতিবেদনে সঠিক তথ্য থাকে না। অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা
সালমান এফ রহমানের সঙ্গে গতকাল দুপুরে বৈঠকের পর রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, এটি একটি সফল বৈঠক ছিল। আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আমরা আলোচনা করেছি। আমি সালমান এফ রহমানকে বলেছি, অর্থনীতি হতে পারে আমাদের দুই দেশের যৌথ উন্নয়নের একটি ক্ষেত্র। আগামী মাসের শুরুতে আমাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এ ছাড়া জুন মাসে যৌথ অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে সালমান এফ রহমান যুক্তরাষ্ট্রে যাবেন।